প্রকাশিত:
৬ জুন ২০২৪, ১৫:৪২
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটু পরই মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচের একাদশে নেই জামাল ভুঁইয়া। চোট কাটিয়ে ফেরা শেখ মোরসালিন ও তারিক কাজীর জায়গা হয়েছে শুরু একাদশে। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ শুরু হবে বিকাল ৪টা ৪৫ মিনিটে।
হাভিয়ের কাবরেরার একাদশে গোলবার সামলাবেন মিতুল মারমা। একাদশে আছেন তিন সেন্টার ব্যাক তপু বর্মণ ও মেহেদী হাসান মিঠু ও তারিক কাজী। লেফট ব্যাকে ইসা ফয়সাল এবং রাইট ব্যাকে থাকছেন সাদ উদ্দিন।
ডিফেন্সিভ মিডে মোহাম্মদ হৃদয় এবং তার সামনে সোহেল রানা ও সোহেল রানা জুনিয়র।
রাইট উইংয়ে রাকিব হোসেন এবং নাম্বার টেন পজিশনে দেখা যাবে শেখ মোরসালিনকে।
বাংলাদেশ একাদশ:
গোলরক্ষক: মিতুল মারমা
রক্ষণভাগ: তপু বর্মণ, মেহেদী হাসান মিঠু, ইসা ফয়সাল, সাদ উদ্দিন ও তারিক কাজী
মধ্যমাঠ: মোহাম্মদ হৃদয়, সোহেল রানা ও সোহেল রানা (জুনিয়র)
আক্রমণ: শেখ মোরসালিন ও রাকিব হোসেন।
মন্তব্য করুন: