প্রকাশিত:
১ জুন ২০২৪, ১৬:৫৫
‘ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ সিনেমার পর ক্রিকেট নিয়ে সিনেমা সেভাবে চলেনি। এমনকি রণবীর সিং-দীপিকার ‘৮৩’র ও ভরাডুবি হয়। তবে সেদিক থেকে প্রথম দিন মোটামুটি ভালো আয় করলো রাজকুমার রাও ও জাহ্নবী কাপুর অভিনীত ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’।
বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির প্রথম দিনে ভারত জুড়ে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ছবিটি আয় করেছে প্রায় ৭ কোটি রুপি। যেটি মুক্তির প্রথম দিনে সর্বোচ্চ আয়ের দিক থেকে চলতি বছর মুক্তি প্রাপ্ত সিনেমার তালিকায় পঞ্চম তালিকায় রয়েছে।
এদিকে ২০২৪ সালের নিরিখে রাজকুমার-জাহ্নবীর ছবিটি এখনও পর্যন্ত সবচেয়ে বেশি প্রি বুকিং পাওয়া সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে।
শরণ শর্মা পরিচালিত ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ধর্ম প্রোডাকশনস এবং জি স্টুডিও পরিবেশনা। এটি যৌথভাবে প্রযোজনা করেছেন জি স্টুডিও, করণ জোহর, হিরু যশ জোহর এবং অপূর্ব মেহতা। ছবিতে আরও অভিনয় করেছেন কুমুদ মিশ্র, রাজেশ শর্মা, জারিনা ওয়াহাব, অরিজিৎ তানেজা এবং যামিনী দাস।
‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ছবিতে মহেন্দ্র আগরওয়াল ও মহিমা আগরওয়াল নামে এক বিবাহিত দম্পতির গল্প তুলে ধরা হয়েছে। এই জুটি-র ডাক নাম মাহি, যা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে জড়িত। ছবিতে মহেন্দ্রর ক্রিকেটার হওয়ার অসম্পূর্ণ স্বপ্ন দেখানো হয়েছে, যা তিনি তার স্ত্রী মহিমাকে প্রশিক্ষণ দিয়ে পূরণ করতে চান।
স্পোর্টস ড্রামাটি ভারতের সবচেয়ে প্রিয় খেলা ক্রিকেটকে কেন্দ্র করে নির্মিত। পাশাপাশি একটি পরিবারের সম্পর্ক, স্বামী-স্ত্রীর বোঝাপড়া, আকাঙ্ক্ষায় ভরা ট্রেলার আগেই মন ছুঁয়েছে দর্শকদের। এখন দেখার পালা মুক্তির প্রথম সপ্তাহে বক্স অফিসে কেমন আর কতটা সাড়া ফেলতে পারে ছবিটি। – বলিউড মুভি রিভিউজ
মন্তব্য করুন: