বুধবার, ১২ই মার্চ ২০২৫, ২৮শে ফাল্গুন ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • শেখ হাসিনা-জয়-রেহানার ১২৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
  • দেশে যুদ্ধ পরিস্থিতি চলছে, ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়তে হবে
  • আইনশৃঙ্খলার অবনতি যারা ঘটাচ্ছে, কাউকে ছাড় দেওয়া হবে না
  • ১৫ দিনের মধ্যে তদন্ত, ৯০ দিনে ধর্ষণের বিচার করতে হবে
  • পতিত স্বৈরাচার নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে
  • ঈদযাত্রায় নৌপথে অতিরিক্ত ভাড়া ও যাত্রীবহন করলে কঠোর ব্যবস্থা
  • প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ
  • হাসিনা, তার পরিবারের সদস্য ও সকল সহযোগীর বিচার হবে
  • ইসির অধীনে এনআইডি সেবা না রাখার প্রস্তাব
  • আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন, যে জবাব দিলেন ড. ইউনূস

দ্বিতীয় বিয়েও টিকলো না অভিনেত্রী দিলজিতের!

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১ জুন ২০২৪, ১৬:০৬

দ্বিতীয় বিয়েও টিকলো না ভারতীয় টেলিভিশন অভিনেত্রী দিলজিত কৌরের। এক বছর না যেতেই সংসার ভাঙলো তার। বিয়ের মাত্র এক বছরের মাথায় ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন দিলজিভ ও তার স্বামী নিখিল প্যাটেল। আর ইতোমধ্যে নিজেদের আলাদা হওয়ার কারণও জানিয়ে দিয়েছেন নিখিল প্যাটেল। ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানান - চলতি বছরের জানুয়ারিতে ছেলে জয়দনকে সঙ্গে করে কেনিয়া থেকে ভারতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দিলজিৎ। আর এই কারণেই নাকি বিচ্ছেদ হয়েছে তাদের। নিখিল প্যাটেল আরও বলেন, আমরা দুজনই উপলব্ধি করতে পেরেছি যে, আমাদের পারিবারিক বন্ধন শক্ত হয়নি, ঠিক যতটা আমরা আশা করেছিলাম।

এদিকে কেনিয়ায় স্থায়ী হওয়া অনেক কঠিন হয়ে পড়েছিল দিলজিতের জন্য। গেলো বছরের মার্চে মুম্বাইয়ে ভারতীয় রীতিতে আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে। বিয়ের শুধু সাংস্কৃতিক গুরুত্ব ছিল, আইনিভাবে নয়। কারণ অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল যে, দিলজিত কেনিয়াতে চলে যাওয়ার আগে তার পরিবারকে আশ্বস্ত করা। কিন্তু আমাদের চেষ্টার পরও কেনিয়ার লাইফস্টাইলে নিজেকে মানিয়ে নেওয়া চ্যালেঞ্জের হয়ে পড়ে দিলজিতের। আবার ক্যারিয়ার ও ভারতীয় জীবনকে ভীষণ অনুভব করছিল সে। ফলে পারিবারিক জীবন ক্রমশ জটিল হয়ে উঠছিল।

তিনি আরও বলেন, দিলজিত আমাকে জানিয়েছেন, প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়ার জন্য শুধু কেনিয়াতে যেতে পারেন। এছাড়া সেখানে যাওয়ার কোনো পরিকল্পনা নেই তার। দিলজিতের সব জিনিসপত্র আমি গুছিয়ে নিরাপদে রেখেছি। আমি মনে করি তার ভারত ফেরত যাওয়া আমাদের সম্পর্কে বিচ্ছেদের চিহ্ন। আর সোশ্যাল মিডিয়ায় তার সাম্প্রতিক পোস্টগুলো বিভ্রান্ত করছে আমার চারপাশের মানুষদের।

এছাড়াও নিখিল জানান, দিলজিৎ তার কাছে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে বলে ভুল ব্যাখ্যা ছড়ানোর চেষ্টা করছেন। এতে তার পরিবার, বন্ধুবান্ধব হয়রানি হচ্ছে। দিলজিৎ এসব বন্ধ করবেন বলেও আশা রাখেন তার স্বামী।

এদিকে বিচ্ছেদ নিয়ে দিলজিতের কোনো বক্তব্য পাওয়া না গেলেও ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি জানতে চেয়েছেন, বিয়েবহির্ভূত সম্পর্ক নিয়ে নেটিজেনদের ভাবনা কী ? এর জন্য কাকে দোষারোপ করা যায় ? দ্য গার্ল, দ্য হাজব্যান্ড ও দ্য ওয়াইফ, তিনটি থেকে যে কোনো একটিকে বেছে নিতে বলেন অভিনেত্রী।

প্রসঙ্গত, ২০০৯ সালে অভিনেতা শালীন ভানতের সঙ্গে প্রথম বিয়ে হয় অভিনেত্রী দিলজিতের। সেই সংসারে তাদের একটি সন্তান রয়েছে। কিন্তু দাম্পত্যজীবনের মাত্র ছয় বছর পর, অর্থাৎ ২০১৫ সালে বিচ্ছেদ হয় তাদের। আর পরে নিখিল প্যাটেলের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি এবং তাকে গেলো বছর বিয়ে করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর