বুধবার, ১৪ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তীব্র তাপদাহের মাঝে নতুন উদ্বেগ ঘূর্ণিঝড় ‘শক্তি’ আঘাত হানবে যেসব জেলায়
  • স্মৃতির গাছ সোনালু আজ বিলুপ্তির দ্বারপ্রান্তে
  • স্মরণে সুকান্ত কবিতায় আগুন জ্বালানো এক বিপ্লবী
  • রাবি নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে তুলে নিয়ে পুলিশে সোপর্দ
  • পরকীয়ার পেছনে ৩ কারণ এবং মুক্তির উপায় জানালেন মনোবিদ
  • ফের মাঠে আসছে আইপিএল, শুরু ১৭ মে
  • আমরা তো এই কথা বলি নাই যে এককভাবে দেশ চালাবো
  • আওয়ামী লীগ নেত্রী জিনাত সোহানা গ্রেপ্তার
  • পাকিস্তানের সাথে সংঘাতে ৮৩ বিলিয়ন ডলার হারিয়েছে ভারত
  • মিয়ানমারে স্কুলে বিমান হামলা, ২০ শিশুসহ নিহত ২২

প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৩৭.৮ কোটি টাকা তহবিল প্রদান নিয়ে ইআরডি’র সাথে জাইকা’র চুক্তি

প্রেস রিলিজ

প্রকাশিত:
২১ জুন ২০২৩, ১৯:২৮


 
চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি৪) কার্যক্রম বাস্তবায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সাথে চুক্তি স্বাক্ষর করেছে জাইকা। রাজধানীর আগারগাঁওয়ের শের-এ-বাংলা নগরে অবস্থিত পরিকল্পনা কমিশনের এনইসি-২ সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান এবং জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে।

প্রাথমিক শিক্ষার মান বৃদ্ধিতে বাংলাদেশ সরকার ১৯৯০ সাল থেকে পিইডিপি (প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি) কর্মসূচি নিয়ে কাজ করছে এবং বিগত বছরগুলোতে এ কর্মসূচির মাধ্যমে উল্লেখযোগ্য ফল অর্জিত হয়েছে। মানসম্পন্ন শিক্ষার সম্প্রসারণ একটি বড় চ্যালেঞ্জ। এজন্য, ২০১১ সাল থেকে জাইকাসহ অন্যান্য উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ও সংস্থা পিইডিপি কর্মসূচিতে সহায়তা প্রদান শুরু করে। সাত বছরব্যাপী পিইডিপি৪ প্রোগ্রামের লক্ষ্য প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বাংলাদেশের সকল শিশুকে একটি অন্তর্ভুক্তি ও সমতামূলক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মানসম্মত শিক্ষা প্রদান করা। ২০১৮ সালের জুলাই মাসে চালু হওয়া এ প্রকল্প চলবে ২০২৫ সালের জুন মাস পর্যন্ত।

জাইকা বাংলাদেশকে কারিগরি ও আর্থিক উভয় ধরনের সহায়তা প্রদান করে আসছে। জাইকা পিইডিপি৪ প্রকল্পের জন্য ৫শ’ মিলিয়ন জাপানি ইয়েন (৩৭.৮ কোটি টাকা) আর্থিক সহায়তা প্রদান করবে। এর আগে, জাইকা পিইপিপি৪ এর ১ থেকে ৩ – এ তিন বছরের জন্য আলাদাভাবে তিনটি চুক্তি করে, যার প্রতিটির মূল্যমান ছিল ৫শ’ মিলিয়ন জাপানি ইয়েন।

পাশাপাশি, জাইকা প্রাথমিক পর্যায়ে গণিত ও বিজ্ঞান শিক্ষার মানোন্নয়নে পিইডিপি২ এবং পিইডিপি৩ কর্মসূেিচ্ত বাংলাদেশকে কারিগরি সহায়তা প্রদান করেছে। পিইডিপি২’র জন্য জাইকা সাপোর্ট প্রোগ্রাম ১ (জেএসপি১) প্রাথমিক গণিত ও বিজ্ঞান বিষয়ে টিচিং প্যাকেজিংয়ের মানোন্নয়নে সহায়তা করেছে। পিইডিপি-৩ -এ জাইকা সাপোর্ট প্রোগ্রাম ২ (জেএসপি২) গণিত ও বিজ্ঞান পাঠ্যবই এবং প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষকদের গাইড বইয়ের উন্নয়নে ভূমিকা রেখেছে; ম্যানুয়াল ও পাঠ্যসূচি তৈরির মাধ্যমে শিক্ষকদের জন্য কয়েকটি উন্নয়নমূলক কোর্স বাস্তবায়ন করেছে এবং বিভিন্ন কোর্স বাস্তবায়নের ক্ষেত্রে পরামর্শ ও পর্যবেক্ষণগত সহায়তা প্রদান করেছে। পিইডিপি৪ -এ জাইকা সাপোর্ট প্রোগ্রাম ৩ (জেএসপি৩) এবং শিক্ষানীতি বিষয়ক উপদেষ্টারা প্রাথমিক শিক্ষা প্রকল্পে গণিত ও বিজ্ঞান বিষয় জোরদারকরণে কাজ করছে।

এ চুক্তি নিয়ে জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে বলেন, “আমরা ১৯৭৩ সাল থেকে বাংলাদেশের সাথে কাজ করছি; এবং তখন থেকেই আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং এ দেশের জনগণকে দারিদ্র্যসীমা থেকে মুক্ত করার লক্ষ্য নিয়ে বাংলাদেশকে সহায়তা প্রদান করছি। এ বছর, আমরা বাংলাদেশে অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিসটেন্সের (ওডিএ) এর ৫০তম বছর উদযাপন করছি। বাংলাদেশের সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিতে সহযোগিতার ক্ষেত্রে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা পিইডিপি৪ কর্মসূচিতে আর্থিক সহায়তা সংশ্লিষ্ট চুক্তিতে স্বাক্ষর করতে পেরে আনন্দিত। এ প্রকল্পের মাধ্যমে আমরা একটি দক্ষ এবং সমতা ও অন্তর্ভুক্তিমূলক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে এবং কার্যকর ও প্রাসঙ্গিক শিশু-বান্ধব শিক্ষা প্রদানে সরকারকে সহায়তা করতে চাই। জাইকা বাংলাদেশকে টেকসই উন্নয়ন এবং নাগরিকদের জীবনের মানোন্নয়নে ধারাবাহিকভাবে সহায়তা করে যাবে।”


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর