বৃহঃস্পতিবার, ২রা জানুয়ারী ২০২৫, ১৮ই পৌষ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বছরের প্রথম দিনে ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
  • অতিরিক্ত সচিব হলেন ১২ কর্মকর্তা
  • থার্টি ফার্স্টে আতশবাজি ফোটানো বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
  • প্রস্তুত হচ্ছে দ্বিতীয় ট্রাইব্যুনাল
  • খুলেছে সচিবালয়, ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়ের কাজ অন্য জায়গায়
  • সচিবালয়ে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞা সাময়িক
  • সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • আন্দোলনে নামলেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা
  • বায়ুদূষণে আজ তৃতীয় ঢাকা, বেশি দূষণ যেসব এলাকায়
  • পান্থকুঞ্জ ও আনোয়ারা পার্ক নিয়ে নতুন করে ভাবা হচ্ছে

কোরবানির বাজার কাঁপাবে ৫০ লাখের হামজা!

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত:
২৫ মে ২০২৪, ১৪:১৯

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির বাজার ধরতে নারায়ণগঞ্জে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন পশুর খামারিরা। ইতোমধ্যে গরু মোটা তাজাকরণ প্রক্রিয়ার পাশাপাশি তারকাদের নামে আকর্ষণীয় নামকরণ করে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে বিশাল আকৃতির বেশ কয়েকটি গরু। এবার ঈদের আগেভাগেই সবগুলো গরু ভালো দামে বিক্রির আশা খামারিদের।

খামার ঘুরে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ব্রাহমা জাতের সুঠাম দেহের ১ হাজার ২০০ কেজি ওজনের বিশাল আকৃতির গরু হামজার মূল্য হাঁকা হয়েছে ৫০ লাখ টাকা। বিভিন্ন মাধ্যমে এ খবর শুনে হামজাকে দেখতে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতা দর্শনার্থীরা পরিবার নিয়ে এসে ভিড় করছেন খামারে। কাছে গিয়ে আদর করাসহ হামজার সঙ্গে সেলফি ও ছবি তোলার ইচ্ছা পূরণের প্রতিযোগিতা চলছে ক্রেতা দর্শনার্থীদের।

খামার কর্তৃপক্ষ জানান, এবারের ঈদুল আজহার কোরবানির বাজার ধরতে বিক্রির জন্য বিশেষ যত্ন নিয়ে গত দুই বছর ধরে লালন-পালন করে হামজাকে প্রস্তুত করেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার আর.কে এগ্রো ফার্ম কর্তৃপক্ষ। এ বছর খামারটির সবচেয়ে বড় ও আকর্ষণীয় গরু হামজা। তবে হামজার পাশাপাশি প্রস্তুত রয়েছে ১ হাজার কেজি ওজনের শাকিব খান, ৯০০ কেজি ওজনের জায়েদ খান এবং ১ হাজার কেজি ওজনের পাঠান নামের আরও তিনটি সুঠামদেহের আকর্ষণীয় গরু। খামার কর্তৃপক্ষ সাকিব খানের মূল্য হাঁকিয়েছেন ২০ লাখ, পাঠানের মূল্য ২০ লাখ এবং জায়েদ খানের মূল্য নির্ধারণ করেছে ১৮ লাখ টাকা।

আরকে এগ্রো ফার্মে প্রতি বছরের মতো এবারও দেশি-বিদেশি উন্নত জাতের ৬০০ গরুর পাশাপাশি বড় শিংওয়ালা মহিষ, খাসি, ছাগল, দুম্বা, ভেড়া ও গাড়ল সহ কোরবানির উপযোগী আরও দুই শতাধিক পশু প্রস্তুত করা হয়েছে। ভারত-পাকিস্তানের শাহিওয়াল, সিন্ধি, ব্রাহমা, হরিয়ানা, কংক্রাজ, অস্ট্রেলিয়ার হলেস্টিন ফ্রিজিয়ান, ভুটানের ভুট্টি ও মুন্সীগঞ্জের মীরকাদিমের বিখ্যাত হাসা সহ দেশি বেশ কয়েক জাতের গরু রয়েছে খামারটিতে। প্রায় আট বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত এই খামারে সর্বনিম্ন এক লাখ টাকা মূল্যের গরু থেকে শুরু করে পঞ্চাশ লাখ টাকা মূল্যের গরু রয়েছে। তবে এবারের কোরবানির পশুর বাজার কাঁপাবে হামজা। আরও আছে সুঠামদেহের শাকিব খান, জায়েদ খান ও পাঠান। বিভিন্ন তারকার নামে নামকরণ করে বিশেষ যত্নে প্রস্তুত করা এই চারটি গরু এবারের কোরবানির বাজারের বিশেষ আকর্ষণ। ইতোমধ্যে গরুগুলো ঘিরে ক্রেতা-দর্শনার্থীদের মধ্যে বেশ আলোড়ন ও চমক সৃষ্টি হয়েছে। তাই ঈদের এক মাস আগে থেকেই খামারটিতে বইছে উৎসবের আমেজ।

আরকে এগ্রো ফার্ম লিমিটেড এর হিসাবরক্ষক কর্মকর্তা মো. নাজির হোসেন জানান, খামারটির পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশের কারণে গরু দেখতে এবং ক্রয় করতে প্রতিদিন নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা ছাড়াও আশপাশের জেলা থেকে পরিবার নিয়ে শত শত ক্রেতা-দর্শনার্থী আসছেন। বিশেষ করে ছুটির দিনে তাদের সংখ্যা ৫০০ ছাড়িয়ে যায়। তাই ক্রেতাদের আকৃষ্ট করতে খামারে আলোকসজ্জা সহ বিশেষ গরুগুলোকে আকর্ষণীয় সাজে সবার সামনে উপস্থাপন করা হয়।

আরকে এগ্রো ফার্ম লিমিটেড এর ব্যবস্থাপক আব্দুস সামাদ সময় সংবাদকে জানান, প্রতিটি গরুকে কাঁচা ঘাস, ভুট্টা, খড় এবং দানাদার খাবার গমের ভুসি, ধানের কুঁড়া, ভুট্টা ভাঙ্গা, ছোলা ভাঙ্গা, ছোলার খোসা, সয়াবিনের খৈল, সরিষার খৈল এসব প্রাকৃতিক খাবার খাইয়ে স্বাস্থ্যসম্মত উপায়ে লালন-পালন করা হয়। পাশাপাশি নিজস্ব পশু চিকিৎসকের তত্ত্বাবধানে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাসহ খুব যত্ন সহকারে পশুগুলোর পরিচর্যা করা হয়।

তিনি বলেন, কোরবানির গরু বাড়িতে রাখা বা লালন-পালনের জায়গা যাদের নেই তাদের জন্য খামারেই বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। গরু কেনার পর চাঁদ রাত পর্যন্ত খামারেই গরু রাখতে পারবেন যেকোনো ক্রেতা। এসব নানা সুযোগ-সুবিধা থাকায় ক্রেতাদের দৃষ্টি আরকে এগ্রো ফার্মের দিকে।

খামারটির ব্যবস্থাপক জানান, এবারের ঈদুল আজহার কোরবানি উপলক্ষে আরকে এগ্রো ফার্মে প্রস্তুত করা ৬০০ গরুর মধ্যে ৩০ শতাংশ গরুই ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। এছাড়া অগ্রিম বুকিং হয়েছে আরও ১০ শতাংশ পশু।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর