প্রকাশিত:
২৩ মে ২০২৪, ১৬:৪৩
অ্যাডেমোলা লুকম্যানের দুর্দান্ত হ্যাটট্রিকে বায়ার লেভাকুসেনকে হারিয়ে ইউরোপা লীগের চ্যাম্পিয়ন আটলান্টা। তার হ্যাটট্রিকে ভর করে দীর্ঘ ছয় দশক পর বড় কোনো শিরোপা ঘরে তুললো তারা। ক্লাবের ১১৬ বছরের ইতিহাসে এই প্রথম কোনো ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো সিরি-আ র এই ক্লাবটি।
ফাইনালে হ্যাটট্রিকের মধ্য দিয়ে দারুণ এক কীর্তি গড়লেন লুকম্যান।
তার আগে কেউ করে দেখাতে পারেননি এই কীর্তিটি। আরেকটি ব্যাপার হলো, ২৬ বছর বয়সী উইঙ্গারের ক্যারিয়ারে প্রথম হ্যাটট্রিকও এটি।
২০২৩-২৪ মৌসুমে ২৯ ম্যাচ খেলে ৯ গোলের পাশাপাশি ৬টি এসিস্টও করেছেন এই উইঙ্গার। সব মিলিয়ে আটলান্টার হয়ে ৭৬ ম্যাচে ২৭ গোল করেন লাইপজিগ থেকে ২০২২ সালে যোগ দেওয়া এই ফুটবলার।
এইদিকে ফাইনাল হেরে টানা ৫২ তম ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড হাতছাড়া করলেন সদ্য বুন্দেসলিগা জয়ী আলন্সোর শিষ্যরা। এই মৌসুমে এটিই প্রথম হার লেভাকুসেনের।
মন্তব্য করুন: