শনিবার, ৪ঠা জানুয়ারী ২০২৫, ২১শে পৌষ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • প্রবাসীদের এনআইডির সার্ভিস চার্জ পর্যালোচনা করবে ইসি
  • নতুন ভোটার ১৮ লাখ ৩৩ হাজার, মোট ১২ কোটি ৩৬ লাখের বেশি
  • বছরের প্রথম দিনে ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
  • অতিরিক্ত সচিব হলেন ১২ কর্মকর্তা
  • থার্টি ফার্স্টে আতশবাজি ফোটানো বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
  • প্রস্তুত হচ্ছে দ্বিতীয় ট্রাইব্যুনাল
  • খুলেছে সচিবালয়, ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়ের কাজ অন্য জায়গায়
  • সচিবালয়ে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞা সাময়িক
  • সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • আন্দোলনে নামলেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা

শাকিবের প্রিয়তমা ইধিকা পালের বিয়ে!

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৯ মে ২০২৪, ১৭:১৮

বিয়ে করছেন ইধিকা পাল - এমন শিরোনাম পিলে চমকানোর মতোই।জৈষ্ঠ্যের মেঘলা দিনে এমনই খবর দিলেন বাংলাদেশী তারকা শাকিব খানের প্রিয়তমা, অর্থাৎ কলকাতার তারকা ইধিকা পাল। এটুকু খবর দিয়েই থেমে থাকেননি পিলু সিরিয়ালের রঞ্জা, বরং বরের নামও জানিয়েছেন লাজুক হাসি নিয়ে। আর সেই বরকে কিন্তু সবারই চেনা। কী বুঝতে পারলেন না তো ?

টলিপাড়ার এক পাপারাৎজি অ্যাকাউন্ট থেকে ব্রাইডাল লুকে সেজে ইধিকার দেখা মিললো। এত সাজ কেন ? প্রশ্ন রাখতেই নায়িকার সটান জবাব, ‘আমার বিয়ে’। এরপর বরের নাম জানতে চাওয়া হলে ইধিকা বলেন, ‘শিব’। তবে কনফিউসন দূর করতে জানিয়েছিলেন, শিব মানে মহাদেব! তবে হ্যাঁ, নিছক মজা করেই কিন্তু নিজের বিয়ের কথা বলেছেন ইধিকা।

ভিডিওয় মেরুন রঙের ভারী লেহেঙ্গা - চোলিতে দেখা মিলে ইধিকার। ডিপ নেক ব্লাউজ আর ভারী নেকপিসে একদম রয়্যাল লুকে অভিনেত্রী। শরীর জুড়ে রাজকীয় গয়না। সিঁথিতে ঝুলছে মাংগটিকা, হাতে বালা, আংটিতে সুসজ্জিত ইধিকা। তবে সবচেয়ে সুন্দর তাঁর মায়া জড়ানো হাসি। বোঝাই যাচ্ছে কোনও ফটোশ্যুটের ফাঁকে তোলা এই ভিডিও।

জি বাংলার ‘রিমলি’ ইধিকা পালের বৃহস্পতি তুঙ্গে তা বলাই যায়। ছোটপর্দার এই নায়িকা এখন গোটা বাংলাদেশের হার্টথ্রব। আগামিতে দেবের নায়িকা হিসাবে কলকাতার খাদান ছবিতে দেখা যাবে ইধিকাকে। পাশাপাশি বাংলাদেশী নির্মাতা হাসিবুর রেজা কল্লোলের 'কবি' ছবিতেও শরীফুল রাজের সঙ্গে কাজ করেছেন ইধিকা।

জানা গেছে, বাংলা টেলিভিশনের এই সুন্দরী নায়িকা নাকি পুরোপুরি সিঙ্গল! তার জীবনে নাকি প্রেম নেই। কলকাতার একটি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ইধিকা বলেছিলেন, আমার জীবনে এখনো কেউ আসেনি। এলে ঘোষণা করবো। প্রেম করার মতো এখন পর্যন্ত কাউকে খুঁজে পাইনি। ক্যারিয়ার নিয়ে একটু বেশি ভাবছি, প্রেম করার সময় নেই। কিন্তু নিজের জন্য কেমন প্রিয়তম'র খোঁজে আছেন ইধিকা ? এমন পাল্টা প্রশ্নে তিনি বলেন, একটাই শর্ত, তাকে একজন ভালো মনের মানুষ হতে হবে। ইধিকা বলেছিলেন, আমি চাই আমার প্রেমিক মন থেকে ভালো হোক, ভালো মানুষ- ভালো হোক এবং সবাইকে মন থেকে সম্মান করুক।

ইধিকা জানান, প্রেম করেই বিয়ে করতে চান। অচেনা মানুষের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত নিতে পারবেন না। তবে প্রেম করেও একটা মানুষকে পুরোটা চেনা যায় না, সেটা জানেন ইধিকা। এক সাক্ষাৎকারে ইধিকা জানিয়েছিলেন, সুযোগ পেলে মহেন্দ্র সিংহ ধোনিকে ডেট করতে চান তিনি। তার খুবই প্রিয় মাহি। বলেছিলেন, একসময় ভাবতাম ধোনির সঙ্গেই প্রেম করবো। সেটা অবশ্য সম্ভব হয়নি। আর নায়ক বললে.. শাহিদ কাপুর। যদিও ও বিবাহিত।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর