প্রকাশিত:
১৯ মে ২০২৪, ১৬:১৭
ইন্দোনেশিয়ার প্রত্যন্ত হালমাহেরা দ্বীপের মাউন্ট ইবু আগ্নেয়গিরিতে উদ্গিরণ হচ্ছে, ধূসর ছাইয়ের একটি কুণ্ডুলি আকাশে ছড়িয়ে পড়ছে। এ পরিস্থিতিতে আগ্নেয়গিরিটির নিকটবর্তী সাতটি গ্রামের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে।
ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি সংস্থার দেওয়া তথ্য ও শেয়ার করা ছবির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা থেকে ইবুতে উদ্গিরণ শুরু হয়, উৎক্ষিপ্ত ছাই ৪ কিলোমিটার পর্যন্ত উপরে উঠে যায় আর এর জ্বালামুখের চারপাশে বেগুনি বিদ্যুতের চমকানি দেখা যায়।
দেশটির দুর্যোগ প্রশমণ সংস্থার কর্মকর্তা আব্দুল মুহারি এক বিবৃতিতে জানিয়েছেন, পুলিশ, সামরিক বাহিনী ও উদ্ধারকারী কর্মকর্তাদের এক যৌথ দলকে ঘটনাস্থলের আশপাশের গ্রামগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে আনার জন্য পাঠানো হয়েছে।
দুর্যোগ প্রশমণ সংস্থার শেয়ার করা ছবিগুলোতে দেখা গেছে, কর্তৃপক্ষগুলো বয়স্কদের সাহায্য করছে, অন্য বাসিন্দাদের পিকআপ ট্রাকে করে সরিয়ে নেওয়া হচ্ছে। রাতে তাদের থাকার জন্য জরুরিভিত্তিতে তাঁবুর ব্যবস্থা করা হয়।
তবে এ পর্যন্ত ওই সাত গ্রামের কতোজন বাসিন্দাকের সরিয়ে নেওয়া হয়েছে সে বিষয়ে সংস্থাটি কোনো তথ্য দেয়নি। কিন্তু কর্তৃপক্ষ মাউন্ট ইবুর চারদিকে সাত কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকা সব বাসিন্দাকে সরিয়ে নেওয়ার সুপারিশ করেছে।
চলতি মাসের প্রথম দিকে ইবু বেশ কয়েকবার উদ্গিরণ করার পর ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি সংস্থা সতর্কতা জারি করে। গত বৃহস্পতিবার (১৬ মে) তারা সতর্কতার মাত্রা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যায়।
প্রশান্ত মহাসাগরের ‘আগ্নেয় মেখলা’র (রিং অব ফায়ার) ওপর অবস্থিত ইন্দোনেশিয়ায় ১২৭টি সক্রিয় আগ্নেয়গিরি আছে। গত কিছুদিন ধরে এর অনেকগুলোতেই অগ্ন্যুৎপাত হচ্ছে।
পশ্চিম সুমাত্রার সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট মারাপি থেকে নেমে আসা শীতল লাভার স্রোত ও ভারি বৃষ্টিতে দেখা দেওয়া হড়কা বানে প্রদেশটিতে ৬০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়।
গত কয়েক সপ্তাহ ধরে উত্তর সুলাওয়েসির রুয়াং আগ্নেয়গিরিতেও উদ্গিরণ হচ্ছে। এর জ্বালামুখ দিয়ে দ্যুতিময় লাভা বের হয়ে আসছে। এই অগ্ন্যুৎপাতের কারণে কর্তৃপক্ষ নিকটবর্তী একটি দ্বীপের ১২ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নিয়েছে।
মন্তব্য করুন: