প্রকাশিত:
২৫ এপ্রিল ২০২৪, ১৮:২১
তাপপ্রবাহের মধ্যে আগামী ২৮ এপ্রিল (রবিবার) থেকে খুলছে দেশের সব স্কুল ও কলেজ।
আজ বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শনিবারও চলবে শ্রেণি কার্যক্রম। তবে বন্ধ থাকবে অ্যাসেম্বলি।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছিলেন, বর্তমান তাপমাত্রা বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা নয়। তাছাড়া বাংলাদেশে সব অঞ্চলের বর্তমান তাপমাত্রাও সমান নয়। এ কারণে আগামী ২৮ এপ্রিল থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে।
মন্তব্য করুন: