প্রকাশিত:
৭ এপ্রিল ২০২৪, ১৪:০৫
ব্যাংকে সন্ত্রাসী হামলা ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবানের রুমা ও থানচি উপজেলা পরিদর্শনে গেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। রবিবার সকাল ১০টার দিকে হেলিকপ্টার যোগে তিনি এসব এলাকা পরিদর্শন করেন।
সেনাপ্রধানের সফরসূচি অনুযায়ী তিনি সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের সিনিয়র অফিসারদের সঙ্গে বৈঠক করবেন এবং এরপর বিশেষ কম্বিং অপারেশন বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করবেন।
শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রুমা এলাকা সফর করেন।
এ দিন দুপুরে তিনি বান্দরবান সার্কিট হাউসে জেলার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, সন্ত্রাসীদের দমনে সেনাবাহিনীর নেতৃত্বে একটি কম্বিং অপারেশন শুরু হতে পারে। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন সেনাপ্রধান।
রবিবার সেনা প্রধান বান্দরবান সফর শেষে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন বলে আভাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
মন্তব্য করুন: