প্রকাশিত:
২৪ মার্চ ২০২৪, ১৪:৩৪
ঈদ যাত্রায় ট্রেনের টিকিট বিক্রি আজ রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে। টিকিট বিক্রির কার্যক্রম শুরু হওয়ার প্রথম আধা ঘণ্টায় টিকিট পেতে হিট পড়েছে ১৫ লাখ। আজ সকালে শুধু পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি হয়েছে। ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের টিকিট রয়েছে ১৫ হাজার ১৫৫টি।
সকাল সাড়ে ১০টা পর্যন্ত প্রায় ১১ হাজার টিকিট বিক্রি হয়েছে। দুপুর ২টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি। ঈদের ট্রেনে ঢাকা থেকে পূর্বাঞ্চলের আসনের টিকিট রয়েছে ১৬ হাজার ২২টি। বাংলাদেশ রেলওয়ের পরিচালন বিভাগের সূত্রে এসব তথ্য জানা গেছে।
ঢাকা (কমলাপুর) রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার এক সংবাদ সম্মেলনে বলেন, কাউন্টার থেকে কোনো টিকিট প্রিন্ট করা হচ্ছে না। এবার প্রথম ওটিপি সিস্টেম চালু করা হয়েছে। টিকিট যার, ভ্রমণ তার এটি নিশ্চিত করতেই এই সিস্টেম ।
শনিবার কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার জানিয়েছেন, শতভাগ অনলাইনে টিকিট বিক্রি করা হবে।
একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট নিতে পারবে। কালোবাজারি রোধে সহজ ডটকম যেন টিকিট ব্লক করতে না পারে, সে ব্যবস্থা নেওয়া হয়েছে। সকাল ৮টা থেকে অনলাইনে রেলওয়ে পশ্চিমাঞ্চলের টিকিট এবং দুপুর ২টা থেকে বিক্রি করা হবে রেলওয়ে পূর্বাঞ্চলের টিকিট। বাংলাদেশ রেলওয়ে ঈদ যাত্রার সূচি অনুযায়ী, আজ বিক্রি হবে ৩ এপ্রিল ভ্রমণের টিকিট।
(২৫ মার্চ ) সোমবার মিলবে ৪ এপ্রিলের টিকিট।
২৬ মার্চ, ৫ এপ্রিলের, ২৭ মার্চ মিলবে ৬ এপ্রিলের, ২৮ মার্চ বিক্রি হবে ৭ এপ্রিলের এবং ২৯ মার্চ দেওয়া হবে ৮ এপ্রিলের টিকিট। ৯ এপ্রিলে যারা ভ্রমণ করবেন তারা অগ্রিম টিকিট পাবেন ৩০ মার্চ।
তবে যাত্রীসাধারণের অনুরোধে ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশনের কাউন্টারে পাওয়া যাবে। রেলওয়ে কর্তৃপক্ষ আরো জানায়, ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ৩ এপ্রিল।
৯ এপ্রিল পর্যন্ত ফিরতি যাত্রার অগ্রিম টিকিট মিলবে। এবার ঈদের আগে সারা দেশের বিভিন্ন রুটে চলাচলকারী আন্ত নগর ট্রেনের ৩৩ হাজার ৫০০টি টিকিট বিক্রি হবে। ঈদ উপলক্ষে সারা দেশের বিভিন্ন রুটে আট জোড়া বিশেষ ট্রেন চালানো হবে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।
মন্তব্য করুন: