বুধবার, ৮ই জানুয়ারী ২০২৫, ২৪শে পৌষ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ১৫২ কর্মকর্তাকে বেতনের টাকা ফেরত দিতে বলল ইসি
  • শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা
  • আগামী নির্বাচনে ভিন্নরূপে দেখা যাবে আনসার-ভিডিপিকে
  • প্রবাসীদের এনআইডির সার্ভিস চার্জ পর্যালোচনা করবে ইসি
  • নতুন ভোটার ১৮ লাখ ৩৩ হাজার, মোট ১২ কোটি ৩৬ লাখের বেশি
  • বছরের প্রথম দিনে ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
  • অতিরিক্ত সচিব হলেন ১২ কর্মকর্তা
  • থার্টি ফার্স্টে আতশবাজি ফোটানো বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
  • প্রস্তুত হচ্ছে দ্বিতীয় ট্রাইব্যুনাল
  • খুলেছে সচিবালয়, ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়ের কাজ অন্য জায়গায়

কুমিল্লায় শিক্ষাবৃত্তি পেল ৪৬৯ শিক্ষার্থী

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত:
১৯ মার্চ ২০২৪, ১৭:৪৫

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল-ফাজিল মাদরাসার সপ্তম থেকে দশম শ্রেণি পর্যন্ত সব মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিয়েছে আবদুর রহমান মাস্টার ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান। একই সঙ্গে এসএসসি/দাখিলে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরও শিক্ষাবৃত্তি দিয়েছে প্রতিষ্ঠানটি।

উপজেলার ৩৬টি মাধ্যমিক বিদ্যালয়, দাখিল-ফাজিল মাদরাসার ৪৩২ জন শিক্ষার্থী এবং জিপিএ ৫ প্রাপ্ত ৩৭ জনসহ মোট ৪৬৯ জন মেধাবী শিক্ষার্থীকে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ১১টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগঞ্জ টিআই উচ্চ বিদ্যালয় মাঠে কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আব্দুল মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শিক্ষাবৃত্তি প্রদান করেন।


এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আবদুর রহমান মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও এনট্রাস্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আক্তারুজ্জামান রিপন।
এ সময় কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোশারেফ হোসেন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়া খানম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আলমগীর ভূঁইয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার মো. আব্দুল মান্নান বলেন, আজকে আমার সামনে যে শিক্ষার্থীরা বসে আছে, তারাই আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে। সেই লক্ষ্যে সব শিক্ষার্থীকে অবশ্যই মাদকমুক্ত সমাজ গঠনে অবদান রাখতে হবে।


মাদকের বিরুদ্ধে ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে হলেও সবাইকে আন্দোলন গড়ে তুলতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।
আবদুর রহমান মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আক্তারুজ্জামান রিপন বলেন, পরিবার একটি নৈতিক শিক্ষার জায়গা, এই জায়গাটি সবার ঠিক রাখতে হবে। তাহলেই একজন মানুষ প্রকৃত শিক্ষিত বলে গণ্য হতে পারে।


তাই আমি সব শিক্ষার্থীকে অনুরোধ করব- তোমরা পড়াশোনার পাশাপাশি অবশ্যই নৈতিক শিক্ষার জায়গাটিকে- অর্থাৎ পরিবারকে ঠিক রাখবে। আমার বাবার নামে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশন সব সময় অসহায়-দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য কাজ কববে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর