প্রকাশিত:
১৮ ফেব্রুয়ারী ২০২৪, ১৬:০২
শেরপুরে পানবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে খোরশেদ আলম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুইজন গুরুতর আহত হয়েছেন। সিএনজিচালক বিল্লাল হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ (১৮ ফেব্রুয়ারি) রবিবার সকালে ঝিনাইগাতী উপজেলার তেঁতুলতলা বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে ঝিনাইগাতী থেকে শেরপুরগামী ট্রাকটি উল্টে গিয়ে সিএনজিটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসকর্মীরা ট্রাকটিকে ওঠান। এ ঘটনা নিশ্চিত করেছেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল।
এ সময় ট্রাক ড্রাইভার ও হেলপার পালিয়ে যান। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে।
মন্তব্য করুন: