প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৪, ১৭:০৯
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো দলের সমাবেশ কর্মসূচি পালন করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ শনিবার (২৭ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনের ‘শান্তি ও গণতন্ত্র’ সমাবেশ করছে দলটি।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সমাবেশে তিনি এখনো এসে পৌঁছাননি।
তবে এরই মধ্যে দলে দলে মিছিল নিয়ে সমাবেশে যুক্ত হচ্ছে মহানগরের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।
সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী। তিনি বলেন, আমরা সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করেছি। নির্বাচনের পর এটা আমাদের প্রথম সভা।
যারা সমাবেশ সফল করতে এসেছেন তাদের সবাইকে ধন্যবাদ। কেন্দ্রীয় নেতারা একে একে কথা বলবেন। আমরা সবাই তাদের কথা শুনব। সভা শুরু করার জন্য আমি অনুরোধ করছি।
মন্তব্য করুন: