প্রকাশিত:
২৩ জানুয়ারী ২০২৪, ১৫:৩১
মাগুরা পৌরসভার লক্ষ্মীকান্দর এলাকায় কাভার্ডভ্যান চাপায় মোমিন ব্যাপারী (৩২) নামে এক যুবক নিহত হয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) ভোরে মাগুরা-ফরিদপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোমিন মাগুরা শহরের ভায়না এলাকার দক্ষিণপাড়া এলাকার মকছেদ ব্যাপারীর ছেলে। তিনি পেশায় মোটর শ্রমিক ছিলেন।
মাগুরা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌতম কুমার মণ্ডল জানান, ভোরে ঘন কুয়াশার মধ্যে সড়কে যানবাহনে টোল আদায় করছিল মোটর শ্রমিক মোমিন। এ সময় মাগুরা থেকে ফরিদপুরগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে মোমিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের ডা. অমর প্রসাদ মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কাভার্ডভ্যানটিকে জব্দ করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন: