প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২৪, ১৪:৫৪
বান্দরবানের রুমায় পর্যটকবাহী চাঁদের গাড়ি (জিপ) উল্টে ২ পর্যটক নিহত হয়েছেন। আজ শনিবার (২০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বগা লেক কেওক্রাডং সড়কে ঢালু রাস্তায় ফেরার পথে দার্জিলিংপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুল হক দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানান, এ ঘটনায় আরো ১০ জন পর্যটক আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজন সংকটাপন্ন অবস্থায় রয়েছেন।
স্থানীয় সূত্রগুলো জানায়, দুর্ঘটনার খবর পেয়ে সেনা সদস্যরা দ্রুত সেখানে পৌঁছেন। পরে রুমা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। সর্বশেষ খবর অনুযায়ী হতাহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের দিকে নিয়ে আসা হচ্ছে।
ঢাকা থেকে আসা ১২ সদস্যের এই পর্যটকদল শুক্রবার ১৯ জানুয়ারি বগা লেক থেকে দুটি গাড়ি নিয়ে কেওক্রাডং পাহাড়চূড়ায় যায় বলে একটি সূত্র নিশ্চিত করেছে।
মন্তব্য করুন: