প্রকাশিত:
১৮ জানুয়ারী ২০২৪, ১৭:৪৮
পাটুরিয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া ফেরি উদ্ধারে দ্বিতীয় দিনের অভিযান শুরু হওয়ার পরে বিকেলে একটি ট্রাক (কুষ্টিয়া-ট, ১১২৬৩৩) টেনে তোলা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উদ্ধারকারী জাহাজ রুস্তম ট্রাকটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে।
এর আগে বুধবার (১৭ জানুয়ারি) উদ্ধারকারী জাহাজ হামজা দুটি ট্রাক উদ্ধার করে। আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উদ্ধারকারী জাহাজ রুস্তম উদ্ধারকাজে যোগ দেয়।
বিআইডব্লিউটিসির চেয়ারম্যান একেএম মতিউর রহমান বলেন, নিখোঁজ হুমায়ুন কবিরকে উদ্ধারে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরিদল কাজ করছে। উদ্ধারকারী জাহাজ রুস্তম ও হামজা দিয়ে যানবাহনগুলো উদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধারকারী জাহাজ প্রত্যয় যোগ দিলে ফেরি উদ্ধারের কাজ শুরু হবে।
মন্তব্য করুন: