শুক্রবার, ১০ই জানুয়ারী ২০২৫, ২৬শে পৌষ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বিডিআর বিদ্রোহ মামলার পরবর্তী শুনানি ১৯ জানুয়ারি
  • বাংলাদেশে অস্ত্র বিক্রি করতে আগ্রহী তুরস্ক
  • টিসিবির পণ্য মিলবে স্মার্ট ফ্যামিলি কার্ডে
  • ১৫২ কর্মকর্তাকে বেতনের টাকা ফেরত দিতে বলল ইসি
  • শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা
  • আগামী নির্বাচনে ভিন্নরূপে দেখা যাবে আনসার-ভিডিপিকে
  • প্রবাসীদের এনআইডির সার্ভিস চার্জ পর্যালোচনা করবে ইসি
  • নতুন ভোটার ১৮ লাখ ৩৩ হাজার, মোট ১২ কোটি ৩৬ লাখের বেশি
  • বছরের প্রথম দিনে ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
  • অতিরিক্ত সচিব হলেন ১২ কর্মকর্তা

ভোট দিতে না গেলে তালিকা করার হুমকি

রেলমন্ত্রীকে শোকজ নোটিশ

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত:
২৬ ডিসেম্বর ২০২৩, ১৮:২১

নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় পঞ্চগড়-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনকে শোকজ নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। পঞ্চগড়-২ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও পঞ্চগড় আদালতের সিনিয়র সহকারী জজ ইসমাঈল হোসাইন তাঁকে শোকজ নোটিশ দেন। মন্ত্রীকে (২৭ ডিসেম্বর) বুধবার বেলা ১২টায় সশরীরে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রীকে পাঠানে শোকজ চিঠিতে বলা হয়েছে, পঞ্চগড়-২ আসনে নৌকার প্রার্থী মো. নূরুল ইসলাম সুজন গত ২৩ ডিসেম্বর দেবীগঞ্জ উপজেলার পামুলী এলাকায় নির্বাচনী সভায় বক্তব্যে ভোট দিতে না গেলে তাঁদের তালিকা করে রাখার হুমকি দেন।


তিনি বলেন, ‘একটি দল বের হয়েছে। তাঁরা বলছে ভোট দেবেন না। তাঁদের কথায় যদি কেউ ভোট দিতে কেন্দ্রে না যায় তা হলে ভোট দেওয়া নিয়ে আমরা দুইটি লিস্ট করছি। একটিতে কারা ভোট দিতে কেন্দ্রে যাচ্ছে, আর একটিতে কারা যাচ্ছে না।

আপনি সরকারি সুযোগ সুবিধা নেবেন আর নাগরিক অধিকার ভোট দিতে যাবেন না তা হবে না। আমরা নৌকাকে ভোট দিতে বলছি না, আপনাদের যাকে খুশি তাঁকে ভোট দেন। কিন্তু ভোট কেন্দ্র গিয়েই ভোট দেন। যারা ভোট দেবেন না তাঁরা চেয়ারম্যান-মেম্বারের মাধ্যমে যে সুযোগ সুবিধা পান তাঁর নাম কাটা যেতে পারে।

’ওই চিঠিতে আরো বলা হয়েছে, সোমবার বোদা উপজেলার চন্দনবাড়ি এলাকায় আরেক নির্বাচনী সভায় একই বক্তব্য পুনরাবৃত্তি করেন মন্ত্রী। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে তা আমলে নেয় নির্বাচন অনুসন্ধান কমিটি।

এ দিকে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান নুরুকেও শোকজ নোটিশ দেওয়া হয়েছে। তিনি (২৬ ডিসেম্বর) মঙ্গলবার দুপুরে নোটিশের উত্তর দিয়ে ভুল স্বীকার করেছেন। তাঁর বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে জানিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি।


গত রবিবার রাতে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের কাজিরহাট এলাকায় পঞ্চগড়-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী নাঈমুজ্জামান ভূঁইয়ার সমর্থনে নির্বাচনী প্রচারণা সভায় নৌকার বিরোধীদের হাত পা-ভেঙে দেওয়ার নির্দেশ দেন ওই ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান নুরু। তাঁর হুমকির ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ওই ভিডিওতে নুরুজ্জামান বলেন, ‘যারা নৌকাকে ব্যবহার করে দীর্ঘদিন চলেছে, এখন নৌকার বিরোধিতা করছেন। এদের চিহ্নিত করে রাখবেন। ৭ তারিখের পর এসব লোককে নৌকার আশপাশে দেখলে প্রয়োজনে তাঁদের হাত-পা ভেঙে দেওয়া হবে।’

চেয়ারম্যানের এমন বক্তব্যের খবর প্রকাশিত হলে তা আমলে নিয়ে পঞ্চগড়-১ আসনের নির্বাচন অনুসন্ধ্যান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ মার্জিয়া খাতুন নুরুজ্জামান নুরুকে সোমবার শোকজ করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর