প্রকাশিত:
২৫ ডিসেম্বর ২০২৩, ১৭:৫৭
পঞ্চগড়-২ আসনের নৌকার প্রার্থী রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, নির্বাচনের আগে যারা নির্বাচন বিরোধী লিফলেট বিতরণ করছেন তারা আবার জনগণকে বিপদে ফেলতে চায়। লিফলেট বিতরণে ভোটে কোনো প্রভাব পড়বে না।
সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলঝলি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী এক জনসভায় এসব কথা বলেন তিনি।
এসময় মন্ত্রী আরো বলেন, এই লিফলেট বিতরণ করর বিএনপি জনগণকে বিপদে ফেলার আহ্বান জানাচ্ছেন। এতে ভোটে কোন প্রভাব পড়বেনা। আমাদের সকলের ক্ষতি হবে। বিএনপি আবারও একটি আত্মঘাতী কাজ করছে। আমরা যদি বিদ্যুৎ বিল না দেই, তাহলে এতে আমাদের ক্ষতি। আমরা যদি জমির খাজনা না দেই, এটা আমাদের ক্ষতি। অতএব কারো কথা না শুনে নিজের কাজ করার পাশাপাশি ভোট দিতে হবে।
সভায় এসময় উপস্থিত ছিলেন, বোদা উপজেলা চেয়ারম্যান ফারুক আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
এর আগে মন্ত্রী ওই এলাকায় সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করে ভোট প্রার্থনা করেন।
মন্তব্য করুন: