প্রকাশিত:
১৯ ডিসেম্বর ২০২৩, ১৫:১৯
রাজধানীর গুলিস্তানে জিপিও মোড়ে ভরদুপুরে মালঞ্চ পরিবহন নামের যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেলা ১টা ৪ মিনিটে আগুন দেওয়া হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান সিকদার বলেছেন, সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট বেলা ১টা ১৬ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে।এতে কেউ হতাহত হওয়ার খবর জানা যায়নি।
আজ ভোর পাঁচটার একটু পরে তেজগাঁও স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে মা-শিশুসহ একটি বগিতে থাকা চারজন নিহত হন।
চট্টগ্রামে মধ্যরাতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
সোমবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে চট্টগ্রামের চন্দনাইশে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে আগুন দেওয়া হয়।
মন্তব্য করুন: