প্রকাশিত:
১৮ ডিসেম্বর ২০২৩, ১৬:৪৮
‘অ্যানিমেল’ ছবির জনপ্রিয় গান ‘জামাল কুদু’ গানে নাচলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলীকে। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে ফেসবুকে ‘জামাল কুদু’ গানের তালে মাথায় পানপাত্র নিয়ে নাচের একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওতে গানের ছন্দে শরীর দোলাতে দেখা যায় নায়িকাকে। এসময় তার চোখেমুখে হাসি স্পষ্ট ছিল।
আপাতদৃষ্টিতে এটি খুবই স্বাভাবিক বিষয়। কেননা এ গানে তারকা থেকে সাধারণদের অনেকেই ভিডিও বানিয়ে প্রকাশ করছেন নেট দুনিয়ায়। কিন্তু চোখ আটকে গেল রিলসের ক্যাপশনে। সেখানে লিখেছেন, ‘হিংসা একটি মানসিক ক্যানসার। শিগগির সেরে উঠুন।’
রহস্যময়ী এমন ক্যাপশনে কারো নাম না নিলেও ভক্তদের বুঝতে কষ্ট হয়নি, সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে বুবলী তার নিন্দুকদের উদ্দেশেই এমন বার্তা দিতে চেয়েছেন।
সম্প্রতি মানুষের মুখে মুখে চলছে ‘জামাল কুদু’ গানটি। রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ সিনেমায় পানপাত্র মাথায় নিয়ে এ গানের সাথে নেচে পর্দায় ঝড় তুলেছেন বলিউড অভিনেতা ববি দেওল।
মন্তব্য করুন: