শুক্রবার, ১০ই জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বিডিআর বিদ্রোহ মামলার পরবর্তী শুনানি ১৯ জানুয়ারি
  • বাংলাদেশে অস্ত্র বিক্রি করতে আগ্রহী তুরস্ক
  • টিসিবির পণ্য মিলবে স্মার্ট ফ্যামিলি কার্ডে
  • ১৫২ কর্মকর্তাকে বেতনের টাকা ফেরত দিতে বলল ইসি
  • শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা
  • আগামী নির্বাচনে ভিন্নরূপে দেখা যাবে আনসার-ভিডিপিকে
  • প্রবাসীদের এনআইডির সার্ভিস চার্জ পর্যালোচনা করবে ইসি
  • নতুন ভোটার ১৮ লাখ ৩৩ হাজার, মোট ১২ কোটি ৩৬ লাখের বেশি
  • বছরের প্রথম দিনে ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
  • অতিরিক্ত সচিব হলেন ১২ কর্মকর্তা

বিচ্ছেদের গুঞ্জন, ঐশ্বরিয়াকে ‘আনফলো’ করে দিলেন অমিতাভ

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৯ ডিসেম্বর ২০২৩, ১৮:১২

বেশ কিছুদিন ধরেই বলিউডের বাতাসে গুঞ্জন ভেসে বেড়াচ্ছে, বলিউড শাহেনশা অমিতাভের সংসারে বিচ্ছেদের সুর বাজতে চলেছে। অর্থাৎ অমিতাভের ছেলে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের সম্পর্ক নাকি ভালো যাচ্ছে না। বেশ কিছুদিন ধরেই মায়ের কাছে এসে থাকছেন ঐশ্বরিয়া, এমনটাই শোনা যাচ্ছে। এরই মধ্যে অভিষেক বচ্চনও হাত থেকে বিয়ের আংটি খুলে ফেলেছেন! ভারতীয় বিনোদন সংবাদ মাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদনে উঠে এসেছে সেই তথ্য।


আর এবার ঐশ্বরিয়ার হাত থেকেও নেমে গেল বিয়ের আংটি! সেই সঙ্গে শ্বশুর অমিতাভ বচ্চনও সামাজিক মাধ্যমে ঐশ্বরিয়াকে আনফলো করে দিয়েছেন।
ভারতীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে অভিনেত্রীকে তাঁর শ্বশুর আনফলো করেছেন। যদিও ঐশ্বরিয়াকে তার শ্বশুর ফলো করতেন কি না সেই প্রসঙ্গে সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই, তবে একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে অমিতাভের স্বল্প ফলোয়িং তালিকায় ঐশ্বরিয়াও ছিলেন। তবে এখন আর অভিনেত্রীকে ফলো করছেন না অমিতাভ।

সম্প্রতি ‘দ্য আর্চিস’-এর প্রিমিয়ারে গোটা বচ্চন পরিবারকে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল। মেয়েকে নিয়ে এসেছিলেন ঐশ্বরিয়া। অভিষেকের সঙ্গে পোজ দিয়ে ছবিও তুলতে দেখা যায় তাকে। আর সেখানে অভিনেত্রীর হাতেও বিয়ের আংটি দেখা যায়নি।


‘দ্য আর্চিস’ দিয়ে অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা বচ্চন নন্দার ছেলে অগস্ত্য নন্দা বলিউডে পা রাখলেন। আর সেই উপলক্ষে অমিতাভ, অভিষেক, ঐশ্বরিয়া, আরাধ্যা, নব্যা, নিখিল নন্দা, শ্বেতা বচ্চন নন্দাসহ বচ্চন পরিবারের সবাই উপস্থিত ছিলেন। আর এই প্রিমিয়ারের পরপরই ঐশ্বরিয়াকে ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছেন অমিতাভ। যার ফলে এখন বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বরিয়ার সম্পর্ক ভাঙনের তীব্র ইঙ্গিত পাওয়া যাচ্ছে।


অমিতাভ বচ্চন সামাজিক মাধ্যমে মাত্র ৭৪ জনকে ফলো করেন। বিগ বির এই ফলো করা ব্যক্তিদের তালিকায় আছেন সালমান খান, অভিষেক বচ্চন, ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, বিরাট কোহলি, শ্বেতা বচ্চন নন্দা, নব্যা নভেলি নন্দা প্রমুখ। অন্যদিকে ঐশ্বরিয়া রাই বচ্চন মাত্র একজনকেই সোশ্যাল মিডিয়ায় ফলো করেন আর তিনি হলেন অভিষেক বচ্চন।
যদিও এই বিচ্ছেদ গুঞ্জন প্রসঙ্গে এখনো মুখ খোলেননি কেউই। বচ্চন পরিবার কিংবা ঐশ্বরিয়ার পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়নি কিছু।

ঐশ্বরিয়াকে সর্বশেষ দেখা গেছে ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি হওয়া চলচ্চিত্র ‘পোন্নিয়িন সেলভান ২’তে। মণি রত্নমের মহাকাব্যিক চলচ্চিত্রে অভিনয় করে দারুণ প্রশংসিত হয়েছেন অভিনেত্রী। অন্যদিকে অভিষেক বচ্চনের সর্বশেষ স্পোর্টস ড্রামা ‘ঘুমর’ দর্শক মহলে বেশ সাড়া পেয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর