শুক্রবার, ১০ই জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বিডিআর বিদ্রোহ মামলার পরবর্তী শুনানি ১৯ জানুয়ারি
  • বাংলাদেশে অস্ত্র বিক্রি করতে আগ্রহী তুরস্ক
  • টিসিবির পণ্য মিলবে স্মার্ট ফ্যামিলি কার্ডে
  • ১৫২ কর্মকর্তাকে বেতনের টাকা ফেরত দিতে বলল ইসি
  • শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা
  • আগামী নির্বাচনে ভিন্নরূপে দেখা যাবে আনসার-ভিডিপিকে
  • প্রবাসীদের এনআইডির সার্ভিস চার্জ পর্যালোচনা করবে ইসি
  • নতুন ভোটার ১৮ লাখ ৩৩ হাজার, মোট ১২ কোটি ৩৬ লাখের বেশি
  • বছরের প্রথম দিনে ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
  • অতিরিক্ত সচিব হলেন ১২ কর্মকর্তা

রণবীরের সঙ্গে সেই অন্তরঙ্গ দৃশ্য নিয়ে যা বললেন তৃপ্তি

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৭ ডিসেম্বর ২০২৩, ১৬:০৩

‘অ্যানিমেল’ সিনেমায় হাতে গোনা কয়েকটি দৃশ্যে তিনি। কিন্তু তাতেও মাতিয়ে দিয়েছেন তৃপ্তি। সিনেমার নায়িকা রাশমিকা মান্দানার সঙ্গে পাল্লা দিয়ে বারবার চর্চায় উঠে আসছেন তৃপ্তি দিমরি।

‘অ্যানিমেল’-এ তৃপ্তিকে জোয়া রিয়াজ নামের এক তরুণীর চরিত্রে দেখা গেছে। সন্দীপ রেড্ডি ভাংগা পরিচালিত এই ছবিতে রণবীর কাপুরের সঙ্গে তাঁর অন্তরঙ্গ দৃশ্যর নানান স্থিরচিত্র এবং ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। এবার সেই দৃশ্য নিয়ে মুখ খুলেছেন তৃপ্তি। এই অভিনেত্রী জানিয়েছেন, বিশেষ এই দৃশ্যের পর্দার পেছনের কথা।
রণবীর আর তৃপ্তির অন্তরঙ্গ দৃশ্য নিয়ে আলোচনা চলছে। এই দৃশ্যে তৃপ্তিকে অর্ধনগ্ন অবস্থায় দেখা গেছে। অনেকে দৃশ্যটি নিয়ে তৃপ্তিকে রীতিমতো কটাক্ষও করছেন। তবে কেউ কেউ রণবীর আর তৃপ্তির উষ্ণ রসায়ন দারুণ পছন্দ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠা নানান সমালোচনা নিয়ে মুখ খুলেছেন তৃপ্তি।

 

তিনি ই-টাইমসকে এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে বলেছেন, ‘শুরুতে এসব আমাকে অস্বস্তিতে ফেলত। আমি বিরক্ত বোধ করতাম। আমি এমন একজন, যাকে সমালোচনার মুখোমুখি খুব কমই হতে হয়েছে। আমি খুব সামান্যই সমালোচিত হয়েছি। আমার প্রথম কিছু সিনেমার ক্ষেত্রে আমি ১০ শতাংশ সমালোচিত হয়েছি, আবার ৯০ শতাংশ প্রশংসিত হয়েছি। এই ছবির ক্ষেত্রে আমি মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছি। তাই শুরুতে আমি কিছুটা ঘাবড়ে গিয়েছিলাম। আর নিজেকে সবার থেকে দূরে রাখছিলাম। কিন্তু পরে আমি নিজের সঙ্গে সময় কাটিয়েছি। আর এ ব্যাপারে ভেবেছি।’

তৃপ্তি আরও বলেছেন, ‘আমি নিজেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। এ ব্যাপারে আমাকে কেউ জোর করেনি। আমি এটা বেছে নিয়েছিলাম। কারণ, অভিনয় পেশা আমাকে রোমাঞ্চিত করে। আমি অভিনয় করতে শুরু করি। আর নিজের অভিনীত চরিত্রের মাধ্যমে আমি আনন্দ খুঁজে নিই। অভিনয় আমাকে ভালো রাখতে সাহায্য করে। চরিত্রের মাধ্যমে নানান চ্যালেঞ্জ নিতে আমি ভালোবাসি।’

 

‘কলা’ অভিনেত্রী আরও বলেছেন, ‘আমার যদি মনে হয়, এটা করা আমার জন্য ভুল হবে না, তাহলে আমি সেটা অবশ্যই করি। আমি শুধু দেখি সেটে আমি স্বচ্ছন্দ কি না। আমার আশপাশের মানুষের সঙ্গ আমাকে স্বচ্ছন্দে থাকতে সাহায্য করছে কি না, এসব আমি দেখি। তাহলে বুঝি আমি ঠিক পথে হাঁটছি।’


‘অ্যানিমেল’ ছবির সেই চর্চিত গভীর দৃশ্যটির শুটিং দিনের কথা স্মরণ করে তৃপ্তি বলেছেন, ‘সেই দিন সেটে মাত্র চারজন উপস্থিত ছিলেন। সেটে ছিলাম আমি, রণবীর, সন্দীপ স্যার আর ডিওপি। অন্য কারও থাকার প্রয়োজন ছিল না বলে সেটে আর কেউ ছিলেন না। পাঁচ মিনিট অন্তর তাঁরা আমাকে জিজ্ঞেস করতেন যে আমার কোনো অসুবিধা হচ্ছে না তো। আমি স্বচ্ছন্দ বোধ করছি তো। আপনার আশপাশের মানুষেরা যখন আপনাকে এতটা সাপোর্ট দেন, আর আপনাকে সব রকম স্বচ্ছন্দ অনুভব করান, তখন আপনার কোনোভাবেই অস্বস্তি বোধ হবে না।’


এই বলিউড তারকার ভাষ্য, ‘নিশ্চয় অনেক মানুষ জানেন না যে এসব দৃশ্য কীভাবে শুট করা হয়। আর সেটের পরিবেশ কেমন থাকে। তাদের কল্পনাশক্তি এক অন্য দিশায় নিয়ে যায়। আসল সত্যিটা সেসব মানুষের কাছে নিশ্চয় আশ্চর্যজনক। সত্যি বলতে আমি সেই দৃশ্যের সময় স্বচ্ছন্দ ছিলাম। আর আমার চরিত্র যা দাবি করবে, আমি নিশ্চয় তা করব।’


‘অ্যানিমেল’ ছবিটি বক্স অফিসে দারুণ ব্যবসা করছে। এই ছবিতে রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন জাতীয় ক্রাশ রাশমিকা মান্দানা। অনেকে আবার রাশমিকার থেকে তৃপ্তিকে এগিয়ে রেখেছেন। ছবির সাফল্য সম্পর্কে তৃপ্তি বলেছেন, ‘সবার বিপুল সাড়া পেয়ে আমার দারুণ লাগছে। সত্যি বলতে, এতটা ভাবিনি। আমাকে যাঁরা ভালোবাসা দিচ্ছেন, তাঁদের প্রতি আমি সত্যি কৃতজ্ঞ।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর