শুক্রবার, ১০ই জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বিডিআর বিদ্রোহ মামলার পরবর্তী শুনানি ১৯ জানুয়ারি
  • বাংলাদেশে অস্ত্র বিক্রি করতে আগ্রহী তুরস্ক
  • টিসিবির পণ্য মিলবে স্মার্ট ফ্যামিলি কার্ডে
  • ১৫২ কর্মকর্তাকে বেতনের টাকা ফেরত দিতে বলল ইসি
  • শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা
  • আগামী নির্বাচনে ভিন্নরূপে দেখা যাবে আনসার-ভিডিপিকে
  • প্রবাসীদের এনআইডির সার্ভিস চার্জ পর্যালোচনা করবে ইসি
  • নতুন ভোটার ১৮ লাখ ৩৩ হাজার, মোট ১২ কোটি ৩৬ লাখের বেশি
  • বছরের প্রথম দিনে ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
  • অতিরিক্ত সচিব হলেন ১২ কর্মকর্তা

তাইজুলের প্রশংসায় যা বললেন পাপন

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৫ ডিসেম্বর ২০২৩, ১৭:০৫

বাংলাদেশ দেশের মাটিতে প্রথমবারের মতো টেস্টে হারিয়েছে নিউজিল্যান্ডকে। আর এ জয়ের অন্যতম নায়ক স্পিনার তাইজুল ইসলাম। যিনি একাই ১০ উইকেট নিয়ে কিউইদের ব্যাটিং লাইন আপ গুড়িয়ে দিয়েছিলেন। দেশসেরা টেস্ট স্পিনার নিজের পারফরম্যান্স দিয়ে জিতে নিয়েছেন ম্যাচসেরার পুরস্কার।

 

সিলেট টেস্টে তাইজুলের পারফরম্যান্সে মুগ্ধ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তাকে নিয়ে প্রশংসা ঝরেছে বিসিবি বসের কণ্ঠে। তিনি জানান, সামনে বেশ কিছু টেস্ট সিরিজ থাকায় তাইজুলের নাম অনেক শোনা যাবে বলে ।

সোমবার (৪ ডিসেম্বর) গণমাধ্যমে টাইগার স্পিনারের প্রশংসা করে পাপন বলেন, ‘টেস্ট ম্যাচে তাইজুল সব সময় পারফর্ম করে আসছে। ওর নাম কম আসে। কারণ আমরা টেস্ট তো এতদিন খেলেছিও কম। এখন তো আমাদের টেস্ট প্রচুর। এখন দেখবেন তাইজুলের নাম অনেক বেশি শোনা যাবে। কারণ এখন আমাদের প্রচুর টেস্ট খেলতে হবে। এ টেস্টেও সে দারুণ বল করেছে।’

সিলেট টেস্টে জয়ের জন্য শুধু তাইজুল নয়, বাকি বোলারদেরও কৃতিত্ব দিয়েছেন পাপন। স্পিনার নাঈম হাসান কিংবা শরিফুল ইসলাম গুরুত্বপূর্ণ সময়ে নিজেদের কাজটা করেছেন বলে জানান তিনি।

পাপন বলেন, ‘শুধু তাইজুল না, নাঈমও ভালো বল করেছে। এমনকি শরিফুলও ভালো বল করেছে। যখন যে ব্রেকথ্রুটা দরকার ছিল, সে কিন্তু সময় মতো এনে দিয়েছে।’

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে প্রথমবার টেস্ট জয়ে বড় অবদান আছে ব্যাটারদেরও। প্রথম ইনিংসে মাহমুদুল হাসান জয়ের ৮৬ রান, দ্বিতীয় ইনিংসে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি আর মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজের ফিফটিতে ভালো পুঁজি পেয়েছিল বলেই বোলাররা লড়াই করার শক্তি পেয়েছিল। বিশ্বকাপে ব্যাটিং ব্যর্থতার পর টাইগার ব্যাটারদের এমন পারফরম্যান্সে কিছুটা স্বস্তি পাচ্ছেন পাপন।

তিনি বলেন, ‘ আমাদের সমস্যা ছিল ব্যাটিংয়ে। বিশ্বকাপে আমাদের পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী না হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণটাই ছিল ব্যাটিং। আমরা রান করতে পারছিলাম না। বিশেষ করে আপনি যদি গত বিশ্বকাপটা দেখেন, যেকোনো দলের প্রথম তিন জন পঞ্চাশ শতাংশ রান করে দিচ্ছে। বেশিরভাগ রান প্রথম তিন জন করছে। আর আমাদের প্রথম পাঁচ জনই রান করতে পারছিল না। তাই আমরা স্কোর করতে পারিনি। এ টেস্টে দেখা গেছে, শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষেও আমাদের ব্যাটসম্যানরা ভালো খেলেছে এবং স্বাচ্ছন্দ্যে খেলেছে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর