শুক্রবার, ১০ই জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বিডিআর বিদ্রোহ মামলার পরবর্তী শুনানি ১৯ জানুয়ারি
  • বাংলাদেশে অস্ত্র বিক্রি করতে আগ্রহী তুরস্ক
  • টিসিবির পণ্য মিলবে স্মার্ট ফ্যামিলি কার্ডে
  • ১৫২ কর্মকর্তাকে বেতনের টাকা ফেরত দিতে বলল ইসি
  • শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা
  • আগামী নির্বাচনে ভিন্নরূপে দেখা যাবে আনসার-ভিডিপিকে
  • প্রবাসীদের এনআইডির সার্ভিস চার্জ পর্যালোচনা করবে ইসি
  • নতুন ভোটার ১৮ লাখ ৩৩ হাজার, মোট ১২ কোটি ৩৬ লাখের বেশি
  • বছরের প্রথম দিনে ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
  • অতিরিক্ত সচিব হলেন ১২ কর্মকর্তা

পায়েলকে পিচ্চি বলে ডাকি, ও আমাকে ভাইয়া ডাকে: তৌসিফ

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত:
৪ ডিসেম্বর ২০২৩, ১৫:৪৪

তিন বছর আগে প্রথম একসঙ্গে তাঁরা অভিনয় করেন। শুরুটা হয়েছিল একটি মিউজিক ভিডিওর মডেল হয়ে। তখনো কেউ ভাবেননি, একসঙ্গে তাঁরা নাটকের আলোচিত জুটি হবেন। বলছি সময়ের পরিচিত মুখ তৌসিফ মাহবুব ও কেয়া পায়েলের কথা। তাঁদের একসঙ্গে অভিনীত নাটকগুলো দেখে প্রশংসা করছেন দর্শকেরা।
তখন কেয়া পায়েলের কিছু নাটক প্রকাশ পেতে শুরু করেছে।


কিন্তু দর্শকদের কাছে তখনো সেই অর্থে আজকের মতো পরিচিতি পাননি এই অভিনেত্রী। তবে তৌসিফ তখন জনপ্রিয়।


এর মধ্যেই একদিন তৌসিফের কাছে একটি কাজের প্রস্তাব আসে, সেটা নাটক নয়, ভিকি জাহেদ পরিচালিত একটি মিউজিক ভিডিওর। তখনো কেয়া পায়েলের তেমন কোনো কাজ দেখেননি তৌসিফ।


সেই তিন বছর আগের দিনটির কথা স্মরণ করে তৌসিফ বলেন, ‘পায়েলকে আমি একদমই চিনতাম না, পরিচয় ছিল না। তবে কিছু কাজ দেখা হয়েছিল। সেটা খুবই কম। “তোমার স্মৃতিটুকু” গানের মিউজিক ভিডিওর শুটিংয়ে কেয়া পায়েলকে দেখে একদম ছোট মনে হচ্ছিল। এখনো ওকে আমি সেই পিচ্চি হিসেবেই দেখি। অনেক সময় পিচ্চি বলেও ডাকি। ও আমাকে ভাইয়া ডাকে। আমাদের সম্পর্কটা দারুণ। হয়তো এই জন্য আমাদের জুটি হিসেবে সিঙ্কটা ভালো।’


তোসিফ-পায়েল জুটির শুরুটা হয় ‘টোল’ নাটক দিয়ে। নাটকটি অনেক দর্শক পছন্দ করেন। একে একে তাঁরা ‘বউ বোঝে না’, ‘উড়াল পাখি’, ‘পিতা মাতা সন্তান’, ‘হঠাৎ পাওয়া বউ’, ‘পরীর মত বউ’, ‘ডিস্টার্ব মি’ নাটকগুলোতে অভিনয় করে প্রশংসিত হন। এগুলোর সঙ্গে সম্প্রতি যোগ হয়েছে মনের মানুষ নাটকটি। সব মিলিয়ে তাঁদের ৭টি নাটকের ভিউ ১০ কোটির বেশি।


তৌসিফের সঙ্গে জুটি নিয়ে কেয়া পায়েল বলেন, ‘আমরা একসঙ্গে প্রথম ‘টোল’ নাটকে অভিনয় করি। নাটকটি দর্শক গ্রহণ করেন। পরে ‘উড়াধুড়া ভালোবাসা’ নামে একটি নাটকে অভিনয় করি। রোমান্টিক কাজটি সবচেয়ে বেশি জনপ্রিয় হয়। এটা ক্লিক করার পর বেশির ভাগ দর্শক আমাদের জুটির কাজ নিয়ে কথা বলেন। পরে দেখি পরিচালকেরাও আমাদের জুটি করে নাটক নির্মাণ করছেন। আর এসবই সম্ভব হয়েছে তৌসিফ ভাইয়ের জন্য। তিনি সহশিল্পী হিসেবে খুবই সহযোগী।’


অথচ তিন বছর আগে তৌসিফ মাহবুবকে শুনতে হতো, ‘আপনার সঙ্গে কেন বেশির ভাগ নাটকে সাফা কবিরকে দেখা যায়?’ এ কারণে তৌসিফ ও সাফা নিজেরাই সিদ্ধান্ত নেন, জুটি হয়ে আর বেশি কাজ করবেন না। তখন তৌসিফ এটাও ভেবেছিলেন, আর কারও সঙ্গে জুটি গড়ে তুলবেন না।


তিন বছর ধরে তৌসিফের সঙ্গে তানজিন তিশা, তাসনিয়া ফারিণ, কেয়া পায়েলসহ আরও বেশ কয়েকজন অভিনয়শিল্পীকে দেখা যায়। এর মধ্যে কেয়া পায়েলের সঙ্গে কীভাবে জুটি গড়ে উঠল, জানতে চাইলে এই অভিনেতা বলেন, ‘সাফার পর হঠাৎ কেয়া পায়েলের সঙ্গে কীভাবে যেন জুটি হয়ে যায়। এটা আমিও জানি না। পরে যখন দেখলাম দর্শক আমাদের নাটক দেখছেন, আরও নাটক দেখতে চাইছেন, অনেক দৃশ্য নিয়ে কথা বলছেন, তখন আমরাও জুটি হিসেবে ভালোভাবে কাজ করেছি।’

এই জুটি যে শুধু শুটিং করেন, সেটাই নয়; এর বাইরে প্রায়ই একসঙ্গে আড্ডা দেন। সম্প্রতি তাঁরা কক্সবাজারে গিয়েছিলেন ‘বউ বোঝে না-২’ নাটকের শুটিং করতে। তাঁদের অভিনীত সবচেয়ে বেশি দেখা নাটক ‘বউ বোঝে না’। সেই নাটকের সিকুয়েল শুটিংয়ের ফাঁকে শুরু করে দেন ব্যাডমিন্টন খেলা।


কেয়া পায়েল বলেন, ‘আমি তো সেভাবে ব্যাডমিন্টন খেলায় অভিজ্ঞ নই। খেলতে গিয়ে হঠাৎ কয়েকবার তৌসিফ ভাইয়ার হাতে ব্যাটের বাড়ি লেগে যায়। একবার তো জোরে লাগে। ভাবছিলাম, ভাইয়া না জানি কী মনে করনে। পরে দেখি, তিনি উল্টো আমাকে জিজ্ঞেস করছেন, হাতে লেগেছে কি না? পর্দায় জুটি হয়ে উঠেতে দুজনের বোঝাপড়াটাও জরুরি। আমাদের জুটি গ্রহণ করার জন্য দর্শকদের প্রতি কৃতজ্ঞতা।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর