রবিবার, ১৮ই মে ২০২৫, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • যে মামলায় গ্রেপ্তার হলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া
  • ইন্টারনেট ব্যবহারকারীদের সুখবর জানালেন আসিফ মাহমুদ
  • সম্পর্কের শুরুতে যে ৪ লক্ষণ দেখলে বুঝবেন সঙ্গী ‘রেড ফ্ল্যাগ’
  • থাইল্যান্ড ‘পালাচ্ছিলেন’ পর্দার শেখ হাসিনা
  • জাপানে ১৮.৫ ঘণ্টা কাজ, কর্মসংস্কৃতি নিয়ে প্রশ্ন
  • যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ২৭
  • ভারতে বহুতল ভবনে আগুন, ১৭ জনের প্রাণহানি
  • আপনার স্বামী কয়জন নাম কী মমতাজকে পিপি
  • কুমিল্লায় কোরবানির চাহিদার চেয়ে পশু উৎপাদন বেশি
  • ভারতের মহাকাশ অভিযান ব্যর্থ, মহাকাশেই ধ্বংস রকেট

শাকিব, মাহফুজ, নিশো, মিম, বুবলী ও সিয়ামকে নিয়ে যা বললেন ওমর সানী

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত:
১৭ জুন ২০২৩, ১৮:৩৬

শাকিব, মাহফুজ, নিশো, মিম, বুবলী ও সিয়ামকে নিয়ে মন্তব্য করলেন ওমর সানী

ঈদুল আজহায় মুক্তির মিছিলে আছে বেশ কয়েকটি ছবি। ধারণা করা হচ্ছে, এই ঈদে ঈদুল ফিতরের মতোই আটটি বা তার বেশি ছবি মুক্তি পেতে পারে। এতগুলো ছবি মুক্তি খবরে রোমাঞ্চিত একসময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী। নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও বার্তা দিয়েছেন।

 

জানিয়েছেন, একটা জমজমাট প্রতিযোগিতা হোক। একক রাজত্ব যেন কারও না থাকে সেই ইঙ্গিতও দিয়েছেন ওমর সানী।

 

 

চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, এখন পর্যন্ত আটটি ছবি মুক্তির মিছিলে আছে। ছবিগুলো হলো হিমেল আশরাফের ‘প্রিয়তমা’, রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’, দীপংকর দীপনের ‘অন্তর্জাল’, চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’ ও ‘কাগজের বউ’, বন্ধন বিশ্বাসের ‘লাল শাড়ি’, সৈকত নাসিরের ‘ক্যাসিনো’, মনতাজুর রাহমান আকবরের ‘জিম্মি’।

 

ওমর সানী বলেন, ‘এবারের ঈদে মুক্তি পেতে যাওয়া প্রতিটি ছবি নিয়ে আমি ভীষণ উত্তেজিত। আমার ব্যক্তিগত চাওয়া, প্রতিটি ছবি ভালো ব্যবসা করবে।  সব সময় তো দেখি, একজনের রাজত্ব, এই বিষয়টা আর চাই না। রাজত্ব সবাই মিলে করবে। এতে একটা প্রতিযোগিতা হবে। ঈদও জমজমাট হবে।’

 

 

ওমর সানী দীর্ঘদিন অভিনয়ে নেই। তিনি এখন রেস্টুরেন্ট ব্যবসায় বেশি মনোযোগী। দিনের বেশির ভাগ সময় রেস্তোরাঁয় কাটে তাঁর। তবে চলচ্চিত্রের মানুষ, তাই চলচ্চিত্রের যাবতীয় খোঁজখবরও রাখেন তিনি। তাই তো ঈদে মুক্তি পেতে যাওয়া এতগুলোর ছবির খবরে নিজের সন্তুষ্টির কথাও জানালেন তিনি।

 

বিশেষ করে ‘সুড়ঙ্গ’, ‘অন্তর্জাল’, ‘প্রহেলিকা’ এবং ‘প্রিয়তমা’ ছবির ব্যাপারে তাঁর আগ্রহ বেশি। একে একে এই চারটি ছবি নিয়ে নিজের মতামতও দিলেন তিনি। জানালেন, শাকিব খান, মাহফুজ আহমেদ, আফরান নিশো, মিম, শবনম বুবলী, সিয়ামদের নিয়ে তাঁর পর্যবেক্ষণ।

 

দুই দশকের বেশি সময় ধরে টেলিভিশন নাটকে অভিনয় করছেন আফরান নিশো। অভিনয় করেছেন ওয়েব সিরিজ আর ওয়েব ফিল্মেও। এবারই প্রথম বড় পর্দায় অভিষেক ঘটছে তাঁর। নিশোর অভিষেক ছবি ‘সুড়ঙ্গ’ নিয়ে ওমর সানীর আশাবাদ অনেক বেশি বলে জানালেন।

 

বললেন, ‘আমি ভীষণভাবে আশাবাদী “সুড়ঙ্গে”র ব্যাপারে; কারণ, আফরান নিশো একজন অসাধারণ অভিনেতা। আমি দীর্ঘদিন যাবৎ তাঁকে দেখছি। যখন নাটক প্রযোজনা করতাম, তখন আমার প্রযোজিত একটি নাটকের অভিনেতা ছিল। এখন তো সে অসাধারণ কাজ করছে। “সুড়ঙ্গ” ছবির পরিচালকও আমার খুব প্রিয়। এরই মধ্যে  টিজার ও ট্রেলার দেখলাম, অসাধারণ। চিন্তাই করা যায় না। এই প্রথম একটি ছবির পরিচালক, কিছুই বুঝতে দেয়নি। কিছু কিছু ছবির ক্ষেত্রে টিজার-ট্রেলার দেখলেই তো বলে দেওয়া যায় ছবিটি কেমন—এটার ক্ষেত্রে তা হয়নি।’

 

‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রের পর বড় পর্দায় আবার আসছেন চয়নিকা চৌধুরী। তাঁর এবারের ছবির নাম ‘প্রহেলিকা’। এই ছবির মাধ্যমে দীর্ঘদিন পর মাহফুজ আহমেদকে বড় পর্দায় দেখা যাবে। তাঁর বিপরীতে আছেন শবনম বুবলী।

 

 

এই বিষয়টি মনে করে ওমর সানী বলেন, ‘মাহফুজ আমাদের সমসাময়িক অভিনেতা। আমার ছোট ভাইতুল্য। অসাধারণ ব্যক্তিত্ব। একজন জাত শিল্পী বলতে যা বোঝায়, সেটাই মাহফুজ। ছবিটার গানের অংশ দেখেছি, বুবলীর সঙ্গে। ও, বুবলীর ব্যাপারে বলতে হয়। যদিও তাঁর পূর্ণাঙ্গ কোনো ছবি এখনো দেখিনি। এটা যদিও আমার ব্যর্থতা। তারপরও আমার মনে হয় অসাধারণ শিল্পী হতে যাচ্ছে সে। আমার অভিনয়শিল্পী বন্ধুরাও তাঁর ব্যাপারে পজিটিভ বলে। আমিও পজিটিভ দেখতে চাই তোমাকে।’

 

 

ঈদে ‘অন্তর্জাল’ ছবিটি মুক্তি দেওয়ার কথা রয়েছে পরিচালক দীপংকর দীপনের। এটি সাইবার থ্রিলার সিনেমা। বাংলাদেশের বিরুদ্ধে বিদেশি অপশক্তির ষড়যন্ত্র, সাইবার হামলা আর সেটিকে মোকাবিলার গল্প উঠে আসবে এতে। অভিনয় করেছেন সিয়াম আহমেদ, মিম, সুনেরাহ প্রমুখ।

 

এই ছবি প্রসঙ্গে ওমর সানী বললেন, ‘অন্তর্জাল’–এ সিয়াম ও মিমকে দেখলাম। এই পরিচালকের একটা ছবিও সাইন করছিলাম। সাইনিং মানিও নিয়েছিলাম। অসাধারণ এই পরিচালকের ছবির কাজটা করতে পারিনি। হয়তো সামনে হবে। এই ছবির টিজার দেখলাম, অসাধারণ মনে হয়েছে।’

 

এবারের ঈদে মুক্তি পাবে শাকিব খানের ‘প্রিয়তমা’। এই ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। হিমেল আশরাফ পরিচালিত এটি দ্বিতীয় চলচ্চিত্র। এর আগে তিনি ‘সুলতানা বিবিয়ানা’ নামের একটি ছবি নির্মাণ করেছেন। কথায় কথায় এই ছবির প্রসঙ্গেও কথা বললেন ওমর সানী।

 

 

তিনি এভাবেই বললেন, ‘তারপর আসি শাকিবের ছবিতে। শাকিবের বিষয়ে কথা নাই–বা বললাম। সে তো অসাধারণ বাংলা চলচ্চিত্রের শিল্পী। ছবিতে শাকিবের লুকটা দুর্দান্ত মনে হয়েছে। পরিচালক মন দিয়ে কাজ করছে, সেটা বোঝাই যায়। “প্রিয়তমা” ছবিটা ভালো হবে। আমার মনে হয়, দুর্দান্ত একটা ফর্মে থাকবে। নায়িকার ব্যাপারে কিছু বলতে চাই না। আমি আশাবাদী এই ছবিটা নিয়ে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর