প্রকাশিত:
২ নভেম্বর ২০২৩, ১৬:২৫
বাংলাদেশে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে কোনো হয়রানি, নির্বিচার গ্রেপ্তার বা সহিংসতা দেখতে চায় না জাতিসংঘ।
বুধবার (১ নভেম্বর) জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এমনটি জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বলেন, বিরোধীদের লক্ষ্যবস্তু করে, হয়রানি করে, কারাবন্দি করে নির্বাচন করা হলে, তা সুষ্ঠু হবে না, সে বিষয়ে জোর দিতে বাংলাদেশের আন্তর্জাতিক অংশীদারদের প্রতি আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। মঙ্গলবার পুলিশের গুলিতে বিরোধী দলের অন্তত তিনজন নিহত হয়েছেন। জাতিসংঘের মহাসচিব এ সদস্যরাষ্ট্রের পরিস্থিতি গুরুত্বের সঙ্গে নিচ্ছেন কি না?
জবাবে মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, বাংলাদেশ বিষয়ে জাতিসংঘের অবস্থান, দেশটিতে অবাধ-সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তা সম্পর্কে সংস্থার অবস্থান স্পষ্টভাবেই বলে দিয়েছি। আমরা এও বলেছি, এই সময়ের মধ্যে হয়রানি, নির্বিচার গ্রেপ্তার বা সহিংসতা দেখতে চাই না। এসবের বিরুদ্ধেও আমরা বলেছি।
মন্তব্য করুন: