বৃহঃস্পতিবার, ৯ই জানুয়ারী ২০২৫, ২৬শে পৌষ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • টিসিবির পণ্য মিলবে স্মার্ট ফ্যামিলি কার্ডে
  • ১৫২ কর্মকর্তাকে বেতনের টাকা ফেরত দিতে বলল ইসি
  • শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা
  • আগামী নির্বাচনে ভিন্নরূপে দেখা যাবে আনসার-ভিডিপিকে
  • প্রবাসীদের এনআইডির সার্ভিস চার্জ পর্যালোচনা করবে ইসি
  • নতুন ভোটার ১৮ লাখ ৩৩ হাজার, মোট ১২ কোটি ৩৬ লাখের বেশি
  • বছরের প্রথম দিনে ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
  • অতিরিক্ত সচিব হলেন ১২ কর্মকর্তা
  • থার্টি ফার্স্টে আতশবাজি ফোটানো বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
  • প্রস্তুত হচ্ছে দ্বিতীয় ট্রাইব্যুনাল

এবার দুর্গাপূজায় অতিরিক্ত নিরাপত্তা: নৌ-পুলিশ প্রধান

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৭ অক্টোবর ২০২৩, ১৬:০০

যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নির্বাচনের আগমূহুর্তে এবারের দুর্গাপূজায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন নৌ-পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে নৌ-পুলিশ সদরদপ্তরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।


নৌ পুলিশের প্রধান বলেন, সামনে জাতীয় নির্বাচন। নির্বাচনের আগে এবারের দুর্গাপূজা উপলক্ষে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যাতে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায়। যেকোনো প্রয়োজনে নিরাপত্তা নিশ্চিত করতে নৌ-পুলিশ সব সময় পাশে থাকবে।

তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো মহল ঝামেলা সৃষ্টি করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা সংস্থা এ বিষয়ে কাজ করছে। প্রতিমা বিসর্জনের ক্ষেত্রে নৌ-পুলিশ বিশেষ ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, নামাজ ও আযানের সময়ে সাউন্ড একেবারে বন্ধ রাখার চেষ্টা থাকবে। যাতে নামাজে সমস্যা সৃষ্টি না হয়৷ এছাড়া যারা পরীক্ষার্থী যারা আছেন তাদের যাতে কোনো সমস্যা না সেদিকে খেয়াল রাখতে হবে। এ বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে।

ধর্মীয় যা রীতিনীতি রয়েছে সেগুলোতে কোনো বাধা নিষেধ নেই বলেও জানান তিনি।

অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম বলেন, পূজামণ্ডপে কোনো নারী যেন ইভটিজিংয়ের শিকার না হয় সেজন্য প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরার ব্যবস্থা করতে হবে। পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে। কোনো ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি যেন না হয়৷

বিসর্জন ঘাটগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। প্রতিটি বিসর্জন ঘাটে স্বেচ্ছাসেবক রাখতে হবে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এক্ষেত্রে যারা সাঁতার জানে এমন কয়েকজন ছেলেদের বাছাই করতে হবে।

গতবারের চাইতে এবার আরও ভালোভাবে পূজা উদযাপন হবে বলে মনে করেন নৌ-পুলিশ প্রধান।

সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সভাপতি, মহানগর সার্বজনীন পূজা কমিটি, বিভিন্ন জেলার পূজা উদযাপন কমিটির নেতা ও বিভিন্ন জেলার নৌ-পুলিশের পুলিশ সুপাররা ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন।

সভায় বক্তারা আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নিজ নিজ এলাকার পূজা পূর্ববর্তী, পূজাকালীন ও প্রতিমা বিসর্জনের সময় নিরাপত্তা সংক্রান্ত বক্তব্য দেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর