সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • পান্থকুঞ্জ ও আনোয়ারা পার্ক নিয়ে নতুন করে ভাবা হচ্ছে
  • দেশকে কোনও দলের কাছে ইজারা দেয়া হয়নি
  • সাগরে নিম্নচাপ, দক্ষিণাঞ্চলে বৃষ্টি শুরু
  • ড. ইউনূস আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন আজ
  • ২৬ শতাংশ রেমিট্যান্স বেড়েছে হাসিনার পতনের পর
  • পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে রায় ঘোষণা চলছে
  • ৬ কমিশনের প্রধানদের নিয়ে হবে ‘জাতীয় ঐকমত্য গঠন কমিশন’
  • নৌবাহিনীর ৩২ কর্মকর্তা পেলেন অনারারী কমিশন
  • ১০ এসি বাস নিয়ে চালু হলো বিআরটি প্রকল্প
  • একাত্তরের পুনরাবৃত্তি আমরা জুলাইয়ে দেখেছি

চাল সরবরাহ পুরোপুরি বন্ধ, আটাও অপ্রতুল

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৪ জুন ২০২৩, ১৪:১৮

দিনাজপুরে ওএমএসের আটা নিতে নারীদের দীর্ঘ সারি। গতকাল সকাল সাড়ে ১০টায় শহরের কালিতলা এলাকায় ডিলার পয়েন্টে

সকাল সাতটাত ডিলারের গোরত আইচ্ছু। কামোত যাবার পার নাই। ছবি ও ভোটার আইডি কার্ড নিয়া আইচ্ছু। সাড়ে এগারোটাত হামাক কহিল আটা শেষ হই গেইছে। দুই দিন ঘুরিয়াও আটা পাইনুনা, চালতো দেয় এ না।’ গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় দিনাজপুর শহরের কালিতলা এলাকায় ওএমএস সেন্টারে আটা কিনতে না পেরে কথাগুলো বলছিলেন রাধারানী রায় (৫০)।

 

রাধারানী বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করেন। তিন দিন কাজে যাননি। আটা কিনতে এসে তাও কেনা হয়নি। ফলে দুই দিকে লোকসানে পড়েছেন। শুধু রাধারানীই নন, গতকাল তাঁর মতো অর্ধশতাধিক উপকারভোগী আটা কিনতে না পেরে ফিরে গেছেন। সাংবাদিক পরিচয় জানতে পেরে তাঁরা বিভিন্ন অভিযোগ তুলে ধরলেন। রেলবাজারহাট এলাকা থেকে এসেছেন ববি আক্তার (৩৫)। স্বামী নেই। ছেলে ও মাকে নিয়ে সংসার। স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে কাজ করেন। ববি বলেন, গতকালও (সোমবার) এসেছি। রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে ছেলেটা বমি করেছে। পরে ছেলেকে নিয়ে বাড়ি গেছি। আজ (গতকাল) সকাল আটটায় আসছি। তাও আটা কিনতে পারলাম না।’

 

 

দিনাজপুর পৌরসভায় খাদ্য অধিদপ্তরের ওএমএসের ডিলার রয়েছে ১৭ জন। ১২টি ওয়ার্ডে ১২ জন ডিলার থাকলেও জনসংখ্যা বিবেচনায় নতুন ৫ জন ডিলার নিয়োগ করা হয়েছে। সপ্তাহের ৫ দিন ১২টি স্থানে ১২ টন চাল ও ১২ টন আটা বিক্রির কার্যক্রম চলে। ১ জুন থেকে বন্ধ আছে চাল বিক্রি কার্যক্রম। কয়েকজন উপকারভোগী জানান, চাল বিক্রি বন্ধ থাকায় আটার চাহিদাও বেড়েছে কয়েকগুণ। আটা কিনতে না পেরে প্রতিটি স্থান থেকে শতাধিক মানুষকে ফেরত যেতে হচ্ছে। তবে খাদ্য বিভাগ বলছে, আগামী আগস্টের আগ পর্যন্ত বন্ধ থাকবে চালের বরাদ্দ।

 

কালিতলা এলাকায় ওএমএসের ডিলার মাসুদ রানা। গতকাল সকাল ৯টার তিনি আটা বিক্রি শুরু করেন। ১১টা ৩৭মিনিটে তাঁর বরাদ্দ দেওয়া ১ টন আটা বিক্রি শেষ হয়। তখনো লাইনে দাঁড়ানো ছিলেন ৪৭ জন নারী ও ৪ জন পুরুষ। ৯টা ৪৫মিনিট থেকে টানা ২ ঘণ্টা ডিলার পয়েন্টে অবস্থান করে দেখা যায় ২টি লাইনে নারী–পুরুষের উপচে পড়া ভিড়। প্রত্যেকের হাতে ছবিযুক্ত ভোটার আইডি কার্ড। আলাপচারিতায় জানান, কেউ কেউ ভোর পাঁচটায় এসে লাইনে ব্যাগ কিংবা কোন কিছু চিহ্ন রেখেছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ওএমএসের লাইন। চাহিদার সাথে বরাদ্দের অসামঞ্জস্য থাকায় অবশেষে শূন্য ব্যাগ নিয়েই ফিরতে হয় অনেককে।

 

ডিলার মাসুদ রানা বলেন, প্রত্যেকটি ভোটার আইডি কার্ডের বিপরীতে পাঁচ কেজি চাল, পাঁচ কেজি আটা বরাদ্দ ছিল। কিছুদিন চালের বরাদ্দ বন্ধ। বরাদ্দ কম থাকায় পাঁচ কেজির বদলে আটাও বিক্রি করছি চার কেজি করে। কোনো দিন এমন ভিড় থাকে, একজনের বরাদ্দ দুজনকে দিতে হয়। প্রতিটি স্থানে অবস্থা বিবেচনায় বরাদ্দ বাড়ানো প্রয়োজন।

 

 

 

দিনাজপুর সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সিংহ বলেন, এই কার্যক্রমে স্বচ্ছতা আনা ও প্রকৃত উপকারভোগীরা যেন এর সুবিধা পায়, সে জন্য ওএমএস কার্ড কার্যক্রম চলছে। পৌর শহরের ১৭ জন ডিলার প্রত্যেকে ১ হাজার ২৫০টি হারে মোট ২১ হাজার ২৫০ পরিবারকে ওএমএস কার্ড করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেবেন। ইতিমধ্যে পাঁচটি ডিলার পয়েন্টে এই কার্যক্রম শুরু হয়েছে। যাচাই–বাছাই করে চূড়ান্ত ব্যক্তিকে কার্ডের আওতায় আনা হবে। এ ক্ষেত্রে সরকারি অন্য কোনো কর্মসূচিতে থাকা ব্যক্তি ওএমএস থেকে বাদ যাবেন।

 

জেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল হোসেন বলেন, খাদ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী আপাতত চাল বিক্রয় কার্যক্রম বন্ধ আছে। আগামী আগস্টে চাল বিক্রি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ওএমএস কার্যক্রমে কিছু নতুন নিয়ম করার কাজ চলছে, সে জন্য হয়তো অধিদপ্তর চাল বিক্রি বন্ধ রেখেছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর