সোমবার, ৬ই জানুয়ারী ২০২৫, ২৩শে পৌষ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা
  • আগামী নির্বাচনে ভিন্নরূপে দেখা যাবে আনসার-ভিডিপিকে
  • প্রবাসীদের এনআইডির সার্ভিস চার্জ পর্যালোচনা করবে ইসি
  • নতুন ভোটার ১৮ লাখ ৩৩ হাজার, মোট ১২ কোটি ৩৬ লাখের বেশি
  • বছরের প্রথম দিনে ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
  • অতিরিক্ত সচিব হলেন ১২ কর্মকর্তা
  • থার্টি ফার্স্টে আতশবাজি ফোটানো বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
  • প্রস্তুত হচ্ছে দ্বিতীয় ট্রাইব্যুনাল
  • খুলেছে সচিবালয়, ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়ের কাজ অন্য জায়গায়
  • সচিবালয়ে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞা সাময়িক

কার্বন-ডাই-অক্সাইড গ্যাসের নিঃসরণ কমাতে জাবিতে আন্তর্জাতিক সম্মেলন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৫ অক্টোবর ২০২৩, ১৪:০৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কার্বন-ডাই-অক্সাইড গ্যাসের নিঃসরণ কমাতে ‘শিফ-বেইজ মেটাল কমপ্লেক্স’ এর ভূমিকা শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৫ অক্টোবর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া সায়েন্স রিসার্চ সেন্টারের হল রুমে এ সম্মেলন শুরু হয়।

আন্তর্জাতিক এই সম্মেলনে বাংলাদেশ ছাড়াও জার্মানি ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা কার্বন-ডাই-অক্সাইড নিঃসরণ কমানো ও এই বিষাক্ত গ্যাসকে বিকল্প সবুজ জ্বালানি হিসেবে ব্যবহার উপযোগী করার পদ্ধতি নিয়ে গবেষণার ফলাফল হিসেবে মোট ১৩ টি বৈজ্ঞানিক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।

‘দি হামবল্টটেড ফাউন্ডেশন জার্মানি’ এর সার্বিক সহযোগিতায় রিসার্চ গ্রুপ লিংকেজ প্রোগ্রামের আওতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড.মো.এনাসউল্যা ও জার্মানি হেনরিথ হাইন বিশ্ববিদ্যালয়ের ইনঅর্গানিক অ্যান্ড স্ট্রাকচারাল কেমিস্ট্রি ইনস্টিটিউটের অধ্যাপক ড.ক্রিস্টোফ ইয়ানিক যৌথভাবে চার বছর ধরে এই গবেষণা কার্যক্রম পরিচালনা করেন।

বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড.মো.এনাসউল্যার সভাপতিত্বে সম্মেলনে জার্মানির হেনরিথ হাইন বিশ্ববিদ্যালয়ের ইনঅর্গানিক অ্যান্ড স্ট্রাকচারাল কেমিস্ট্রি ইনস্টিটিউটের অধ্যাপক ড. ক্রিস্টোফ ইয়ানিক ও ঢাকাস্থ জার্মান দূতাবাসের কালচারাল অ্যাটাসে মিস সিল্ক স্মিয়ার বিশেষ অতিথি উপস্থিত ছিলেন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মনজুরুল হক, উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মো. মোস্তফা ফিরোজ ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার।

সম্মেলনটির সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী তারেক আজিজ ও আমিনা খান রেশমা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর