শুক্রবার, ৩রা জানুয়ারী ২০২৫, ১৯শে পৌষ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • নতুন ভোটার ১৮ লাখ ৩৩ হাজার, মোট ১২ কোটি ৩৬ লাখের বেশি
  • বছরের প্রথম দিনে ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
  • অতিরিক্ত সচিব হলেন ১২ কর্মকর্তা
  • থার্টি ফার্স্টে আতশবাজি ফোটানো বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
  • প্রস্তুত হচ্ছে দ্বিতীয় ট্রাইব্যুনাল
  • খুলেছে সচিবালয়, ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়ের কাজ অন্য জায়গায়
  • সচিবালয়ে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞা সাময়িক
  • সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • আন্দোলনে নামলেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা
  • বায়ুদূষণে আজ তৃতীয় ঢাকা, বেশি দূষণ যেসব এলাকায়

বাংলাদেশের সহায়তায় থিম্পুতে হচ্ছে বিশেষ বার্ন ইউনিট

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১ অক্টোবর ২০২৩, ১১:৩৫

মানবতার সেবাকে সামনে রেখে বাংলাদেশ ও ভুটানের মধ্যে চিকিৎসা সহযোগিতার নতুন দুয়ার উন্মোচিত হচ্ছে। স্বাস্থ্য কূটনীতির মাধ্যমে ভুটানে মানবসেবার অনন্য নজির স্থাপন করছেন বাংলাদেশের চিকিৎসকরা।

বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশ ভুটানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের প্রায় সব ক্ষেত্রেই নিবিড় কূটনৈতিক সহযোগিতা বিদ্যমান রয়েছে। স্বাস্থ্যখাতেও রয়েছে উল্লেখযোগ্য সহযোগিতা। করোনা মহামারির সময়ে বাংলাদেশ ভুটানকে ওষুধ ও স্যানিটারি সামগ্রী দিয়েছিল। ভুটানের শিক্ষার্থীদের বাংলাদেশে এমবিবিএস ও বিডিএস পড়াশোনার জন্য প্রতি বছর স্কলারশিপ দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক বিভিন্ন বৈঠকে ভুটানের রাজা এবং প্রধানমন্ত্রীকে ভুটানের স্বাস্থ্যখাতে সম্ভাব্য সব রকম বিষয়ে সহযোগিতা সম্প্রসারণের আশ্বাস দিয়েছিলেন।

এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত হচ্ছে ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক প্লাস্টিক সার্জারি ক্যাম্প’। এ উপলক্ষে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এর ১২ জন চিকিৎসক ভুটানের জিগমে দর্জি ওয়াংচুক ন্যাশনাল রেফারেল হাসপাতালে বিশেষ সার্জারি ক্যাম্প পরিচালনা করছেন। চিকিৎসকদলের নেতৃত্ব দিচ্ছেন ডা. সামন্ত লাল সেন।

বাংলাদেশের চিকিৎসকরা ভুটানের অগ্নিদগ্ধ এবং প্লাস্টিক সার্জারি সংক্রান্ত জটিল অপারেশনের মাধ্যমে মানবিক সেবা দিচ্ছেন।

ভুটানের জনগণের জন্য মানবিক সহযোগিতার বিষয়টিকে স্বাগত জানিয়ে বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে ২৭ সেপ্টেম্বর বিশেষ বৈঠক করেন ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক। এ উপলক্ষে ভুটানের রাজা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি দু’দেশের জনগণের কল্যাণে স্বাস্থ্যসেবাসহ মানবিকতার সকল দিক ব্যবহারের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন নতুন মাইলফলক উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেন।

রাজা ওয়াংচুক এই মানবিক আয়োজনের জন্য থিম্পুস্থ বাংলাদেশ দূতাবাস, ভুটানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শিবনাথ রায়, চিকিৎসকদলের প্রধান ডা. সামন্ত লাল সেন এবং বাংলাদেশের চিকিৎসকদের ধন্যবাদ জানান।

‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক প্লাস্টিক সার্জারি ক্যাম্প’ উপলক্ষে ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে থিম্পুস্থ বাংলাদেশ দূতাবাস একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুটানের জাতীয় সংসদের স্পিকার নামগিয়েল ওয়াংচুক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বাংলাদেশের রাষ্ট্রদূত শিবনাথ রায় বলেন, এই ক্যাম্পের মাধ্যমে ‘মানবতার জননী’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে ভুটান-বাংলাদেশের মধ্যে স্বাস্থ্যসেবার যে অনন্য নজির স্থাপিত হলো, তা দু’দেশের সম্পর্কে এক নতুন অধ্যায় সূচিত করবে।

তিনি প্রধানমন্ত্রীর জীবনের মানবিক বিভিন্ন বিষয় তুলে ধরে এই মহতী উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী, ভুটান সরকার এবং সর্বোপরি বাংলাদেশের চিকিৎসকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক প্লাস্টিক সার্জারি ক্যাম্প’ উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেরিত বাণী পাঠ করেন ডা. সামন্ত লাল সেন। তিনি ভুটানে স্বাস্থ্যসেবা প্রদান এবং থিম্পুতে একটি বার্ন ইউনিট প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগের কথা ভুটানের চিকিৎসক এবং স্বাস্থ্যক্ষেত্রের নেতৃবৃন্দের কাছে তুলে ধরেন।

অনুষ্ঠানে ‘শেখ হাসিনা অন ইন্টারন্যাশনাল স্টেজ’ বিষয়ে বিশেষ প্রেজেন্টেশন উপস্থাপন করেন দূতাবাসের কাউন্সেলর সুজন দেবনাথ।

ভুটানের স্পিকার এই মহৎ উদ্যোগের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি অকুণ্ঠ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আয়োজনের সাথে জড়িত সবাইকে বিশেষ ধন্যবাদ দেন। ভুটানের স্বাস্থ্যসচিব এবং দু’দেশের চিকিৎসকরা চিকিৎসা বিষয়ক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর