শুক্রবার, ৩রা জানুয়ারী ২০২৫, ১৯শে পৌষ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • নতুন ভোটার ১৮ লাখ ৩৩ হাজার, মোট ১২ কোটি ৩৬ লাখের বেশি
  • বছরের প্রথম দিনে ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
  • অতিরিক্ত সচিব হলেন ১২ কর্মকর্তা
  • থার্টি ফার্স্টে আতশবাজি ফোটানো বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
  • প্রস্তুত হচ্ছে দ্বিতীয় ট্রাইব্যুনাল
  • খুলেছে সচিবালয়, ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়ের কাজ অন্য জায়গায়
  • সচিবালয়ে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞা সাময়িক
  • সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • আন্দোলনে নামলেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা
  • বায়ুদূষণে আজ তৃতীয় ঢাকা, বেশি দূষণ যেসব এলাকায়

কুড়িগ্রামে অসহায় দুস্থ পরিবারের মাঝে বেটারী চালিত অটো রিক্সা ও খাদ্য সামগ্রী বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত:
৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৬:২৯

পায়রাবন্দ জনকল্যাণ উন্নয়ন সংস্থার উদ্যোগে কুড়িগ্রামে অসহায় দুস্থ্য পরিবারের মাঝে বেটারী চালিত মিশুক অটো রিক্সা বিতরণ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।


কেপিএমকেএস কুড়িগ্রাম এর দারিদ্র বিমোচন জনকল্যাণ প্রকল্পের আওতায় শনিবার (৩০ সেপ্টেম্বর) কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে পায়রাবন্দ জনকল্যাণ উন্নয়ন সংস্থার উদ্যোগে কুড়িগ্রামে অসহায় দুস্থ্য পরিবারের মাঝে বেটারী চালিত মিশুক অটো রিক্সা বিতরণ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। দারিদ্র বিমোচন জনকল্যাণ প্রকল্পের পরিচালক রঞ্জু সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- পিজেকেইউএস’র চেয়ারম্যান ও গণ উন্নয়ন সোস্যাইটি’র এফও মোঃ কবির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রব সরকার রাজু, কুড়িগ্রাম উন্নয়ন ফোরাম’র আহবায়ক খম আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ড. মোঃ আরিফুল রহমান, উলিপুর মরিয়ম চক্ষু হাসপাতালের এ্যাসিসটেন্ট প্রোগ্রাম কো-অর্ডিনেটর অরবিন্দু রায়।

অনুষ্ঠানে দুস্থ্য পরিবারের মাঝে ৬টি বেটারী চালিত অটো রিক্সা বিতরণ করা হয় এবং অনুষ্ঠানে দারিদ্র বিমোচন জনকল্যাণ প্রকল্পের পরিচালক রঞ্জু সরকার জানান, দারিদ্র বিমোচন প্রকল্পের আওতায় কুড়িগ্রাম জেলা সদরের ৫টি ইউনিয়ন যথাক্রমেঃ- কুড়িগ্রাম পৌরসভা, বেলগাছা, কাঁঠালবাড়ী, মোগলবাসা ও ভোগডাঙ্গা ইউনিয়ন এবং উলিপুর উপজেলার দুর্গাপুর ও বুড়াবুড়ী ইউনিয়নে প্রকল্প কার্যক্রম চলমান রয়েছে। ইতিমধ্যে প্রকল্পের আওতায় কুড়িগ্রাম সদরে ১ হাজার এবং উলিপুরে ৫’শ হতদরিদ্র পরিবার সুফলভোগী হিসেবে নির্বাচিত হয়েছে। এ সময় আরো উপস্থিত ছিলেন- জেলা কো-অর্ডিনেটর মোছাঃ শেফালী বেগম, আইটি সেকশন অফিসার মোঃ মমিনুল ইসলাম মমিন, অডিট অফিসার ইমরান সরকার সহ সকল ইউনিয়নের মাঠকর্মীবৃন্দ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর